নতুন ছবি শুরু করতে চলেছেন নন্দিতা দাশ
RBN Web Desk: নতুন ছবি শুরু করতে চলেছেন নন্দিতা দাশ। এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করবেন সাহানা গোস্বামী ও কপিল শর্মা। এক বেসরকারী টেলিভিশন চ্যানেলে একটি জনপ্রিয় কমেডি শো সঞ্চালনা করেন কপিল। নন্দিতার ছবিতে তাঁকে এক খাবার সরবরাহকারীর চরিত্রে দেখা যাবে। তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন সাহানা। ছবির নাম এখনও ঠিক হয়নি।
সংবাদমাধ্যমকে নন্দিতা জানিয়েছেন যে একদিন আচমকা তাঁর ফোনে কপিলের একটি ভিডিও দেখেন তিনি। তখনই তাঁকে নিয়ে ছবি করার কথা নন্দিতার মাথায় আসে। তিনি মনে করেন কপিলের মধ্যে এখনও সাধারণ মানুষের ছাপ রয়ে গিয়েছে।
আরও পড়ুন: ভাইরাল ভিডিও ও একটি রাত
উচ্ছ্বসিত কপিলও। এই ছবিতে তাঁকে একেবারে নতুন রূপে দেখা যাবে বলে জানিয়েছেন তিনি। ২০১৫ সালে ‘কিস কিসকো পেয়ার করু’ দিয়ে বড়পর্দায় অভিনয় শুরু কপিলের। তার পরে ‘ফিরঙ্গি’-তে কাজ করেছিলেন তিনি।