বিশিষ্ট সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় প্রয়াত
কলকাতা: প্রয়াত হলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। আজ সন্ধ্যায় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দিন কয়েক আগে তাঁর কোমরের হাড়ে অস্ত্রোপচার করা হয়েছিল। তখন শারীরিক পরিস্থিতি স্থিতিশীল থাকলেও আজ সকালেই ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে পেট ব্যথা, পরে হঠাৎ রক্তচাপ কমতে শুরু করে।
২৬ জানুয়ারি বুধবার সন্ধ্যা থেকেই অসুস্থ হয়ে পড়েন প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী। পর দিন তাঁকে গ্রিন করিডরে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, ফুসফুসে সংক্রমণ হয়েছিল তাঁর। ঘটনাচক্রে তার দু’দিন আগেই পদ্মশ্রী সম্মান প্রত্যাখ্যান করেন তিনি।
আরও পড়ুন: নন্দিতা-শিবপ্রসাদের ছবিতে নাসিরুদ্দিন?
এর আগে বাড়িতে শৌচাগারে পড়ে গিয়ে চোট পান শিল্পী। এর পর বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই সঙ্গে যোগ হয়েছিল শ্বাসকষ্টজনিত সমস্যা। তাঁর দু’টি ফুসফুসেই সংক্রমণ দেখা দেয় বলে হাসপাতাল সূত্রে জানা যায়। চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থা ক্রমশ স্থিতিশীল হচ্ছিল। কিন্তু মঙ্গলবার সন্ধ্যা নাগাদ হঠাৎ তাঁর শারীরিক জটিলতা বাড়ে।