বাদ গেল গোটা চরিত্র, এলেন রাহুল
RBN Web Desk: ‘হয়তো তোমারই জন্য’ ধারাবাহিক থেকে সরে দাঁড়ালেন অভিনেতা কৃষ্ণকিশোর মুখোপাধ্যায়। এতদিন এই ধারাবাহিকে জিতু কামাল অভিনীত চরিত্রটির দাদা ইন্দ্রনারায়ণ লাহিড়ীর ভূমিকায় অভিনয় করছিলেন কৃষ্ণকিশোর মুখোপাধ্যায়। কিন্তু সম্প্রতি কোভিডে আক্রান্ত হওয়ার পর শারীরিক অসুস্থতার কারণে এই ধারাবাহিক থেকে সরে দাঁড়ালেন তিনি। ধারাবাহিকের গল্প থেকে গোটা চরিত্রটি বাদ যাচ্ছে। পরিবর্তে ধারাবাহিকে আসছে নতুন একটি চরিত্র। এখন থেকে সম্পূর্ণা মণ্ডল অভিনীত চরিত্রটির বাবার ভূমিকায় দেখা যাবে রাহুল বর্মণকে। তাঁর অভিনীত চরিত্রটির নাম তথাগত বন্দ্যোপাধ্যায়
জিতু ও সম্পূর্ণা অভিনীত ‘হয়তো তোমারই জন্য’ ধারাবাহিকটির সম্প্রচার শুরু হয় ১৪ ফেব্রুয়ারি। শুরু থেকেই দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে জিতু-সম্পূর্ণা জুটি। ধারাবাহাককে আদিত্যনারায়ণ লাহিড়ীর চরিত্রে অভিনয় করছেন জিতু। আদিত্যনারায়ণের বাবা শিবনারায়ণ একজন বিচারক ও মা সমাজকর্মী। অন্যদিকে জাহ্নবী বন্দ্যোপাধ্যায় ওরফে জয়ীর (সম্পূর্ণা) মা ও দুই বোনকে নিয়ে সুখী সংসার। পুত্রসন্তানের জন্ম দিতে অক্ষম হওয়ায় জয়ীর বাবা তার মাকে ছেড়ে চলে যায়। একটি অত্যন্ত মধ্যবিত্ত পরিবার থেকে আসা জয়ী একজন বড় আইনজীবী হওয়ার স্বপ্ন দেখে। সেই সূত্রেই ভবতোষ লাহিড়ীর কাছে ইন্টার্নশিপ করছে সে। জয়ী তার বাবাকে উচিত শাস্তি দিতে চায়। কর্মসূত্রে আদিত্যর সঙ্গে জয়ীর আলাপ হয়। একটি মামলায় আদিত্যকে হারিয়ে দেয় জয়ী। শুরু হয় দুজনের কাছে আসা।
আরও পড়ুন: শেষ দৃশ্যে ভাঙা হোল্ডার, সত্যজিতের জয়জয়কার
‘হয়তো তোমারই জন্য’ ধারাবাহিকের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বিপ্লব দাশগুপ্ত, সৌরভ চট্টোপাধ্যায়, নিশা পোদ্দার, চৈতি ঘোষাল, চুমকি চৌধুরী, সায়ন্তনী সেনগুপ্ত ও বোধিসত্ত্ব মজুমদার।
সোম থেকে শনি সন্ধ্যা ৭.৩০টায় আকাশ ৮-এ সম্প্রচারিত হয় ‘হয়তো তোমারই জন্য’।