হিন্দি ছবিতে দেবাশিস, জয়া, সুব্রত

RBN Web Desk: ভ্রম মানুষের জীবনে অনেক চড়াই-উতরাইয়ের কারণ হয়ে দাঁড়ায়। ভ্রমের মধ্যে স্থিত শিল্প এবং অনন্ত ভালোবাসার সৌন্দর্যের চালিকাশক্তিকে বলা যায় পর্বতপুষ্প। এই ধারণার ওপর ভিত্তি করেই তাঁর নতুন ছবি ‘ফ্লাওয়ার্স অফ দ্য মাউন্টেন’-এ হাত দিয়েছে শুভ্র রায়।

হিন্দি ভাষায় নির্মিত এই ছবিটির কাহিনি তিনটি স্তরে বাঁধা। একেকটি স্তরে জীবনের একেকটি সুর দেখা যাবে, যে সুরগুলিকে প্রকৃতিস্থিত প্রেম ও শিল্পসত্তার মাধ্যমে আরও ভালো করা যায়।

প্রথম স্তরে অভিজিৎ ও তিথিয়ার সঙ্গে আলাপ হয় এক কিংবদন্তী চিত্রশিল্পীর। এই শিল্পী তাদের প্রেম ও শিল্পকে উপলব্ধি করতে শেখানে। দ্বিতীয় স্তরে জয়লক্ষ্মী ও রুদ্রের যাত্রা দেখা যায়। সেই যাত্রায় তারা প্রকৃত ভালোবাসার অর্থ খুঁজে পায়। ছবির শেষ স্তরে কী করে সত্যিকার অর্থে নির্ভীক হওয়া যায়, তা দেখা যায়। এখানে দেখা যায় নদীকে যে সাহিলের সাহায্য তার সাফল্যের পথের বাধাগুলি কাটিয়ে জীবনযুদ্ধে জয়ী হয়। এই তিনটি স্তরের কাহিনিগুলি আলাদা হলেও প্রতিটি মিলিয়ে ছবিটি একটি পূর্ণাঙ্গ রূপ নেবে।

আরও পড়ুন: “আর ভালো লাগছে না”

‘ফ্লাওয়ার্স অফ দ্য মাউন্টেন’-এ অভিনয় করছেন সুব্রত দত্ত, জয়া শীল ঘোষ, দেবাশিস মণ্ডল, দিগন্ত সাহা, পায়েল মুখোপাধ্যায়, কৌশিকী চক্রবর্তী, শ্রেয়সী রায় বন্দ্যোপাধ্যায়, দেবার্ঘ্য মজুমদার, রঞ্জন দাস, পায়েল চৌধুরী, শুভায়ন রায়, নীলাঞ্জনা বিশ্বাস, তানিশা রায়, স্বপ্নদীপ ভকত, অমিত রায় ও সুমন রায়।



শুভ্র রায়ের প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি ছিল ‘ঘুণ’। তারপর ‘টাকি টেলস’-এর মতো সিরিজ় পরিচালনা করার পর দ্বিতীয় ছবির জন্য তিনি হিন্দি ভাষাকেই বেছে নিয়েছেন। ছবি সম্পর্কে তিনি জানালেন, “ভালোবাসা ও শিল্প প্রতিদিন আমাদের নবজন্ম দেয়। প্রতিদিন আমরা আলাদাভাবে জীবনকে দেখার সুযোগ পাই। আমার ধারণা, এই জগৎটা ভ্রম ছাড়া আর কিছুই না। আজ আমরা এখানে আছি ঠিকই, কিন্তু একদিন না একদিন যেখান থেকে এসেছিলাম, সেখানেই ফিরে যেতে হবে। তবে এই ভ্রমের জগতে ভালোবাসা ও শিল্পসত্তা অসীম।”

আরও পড়ুন: এবার টেলিভিশনে ‘কড়ি দিয়ে কিনলাম’

ছবির তিনটি কাহিনি ছবি অঙ্কন, অভিনয়, গান ও নাচের মতো শিল্পমাধ্যমের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। শুভ্র বললেন, “আশা করি, এই ছবি দেখার পর দর্শক ভালোবাসা ও শিল্পের এক নতুন অর্থ খুঁজে পাবেন।’
ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন শুভ্র ও মৌপর্ণা দত্ত। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন বিক্রম ঘোষ, সম্পাদনায় আছেন রবিরঞ্জন মৈত্র।

শীঘ্রই মুক্তি পাবে ‘ফ্লাওয়ার্স অফ দ্য মাউন্টেন।’




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *