ইন্দ্রদীপের ‘কেদারা’য় সওয়ার কৌশিক, মুক্তি পেল ট্রেলার
কলকাতা: সঙ্গীত পরিচালক হিসেবেই পরিচিত তিনি। পেয়েছেন একাধিক পুরস্কারও। এবার নতুন রূপে আত্মপ্রকাশ করতে চলেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। স্টুডিও থেকে বেরিয়ে তিনি সটান হাজির শ্যুটিং ফ্লোরে, ক্যামেরার পেছনে। আসছে তাঁর পরিচালনায় প্রথম ছবি ‘কেদারা’। গতকাল শহরে মুক্তি পেল এই ছবির ট্রেলার। ইন্দ্রদীপ ছাড়াও উপস্থিত ছিলেন ছবির সঙ্গে যুক্ত কলাকুশলীরা।
একজন মানুষের সঙ্গে তাঁর কেদারার এক অদ্ভুত সম্পর্কের সমীকরণ নিয়েই ইন্দ্রদীপ তৈরী করেছেন তাঁর প্রথম ছবি। ‘কেদারা’র গল্প নরসিংহকে ঘিরে। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর একটি পুরোনো বাড়িতে একা দিন কাটে তার। স্বভাবে হরবোলা নরসিংহ তার কল্পনায় বিভিন্ন মানুষকে দেখতে পান ও তাদের সঙ্গে নিজেই নানান গলার আওয়াজ বের করে কথা বলেন। এইভাবেই একদিন কেষ্ট নামের এক ব্যক্তি নরসিংহকে একটি কাঠের কেদারা উপহার দেয়। সেখান থেকেই শুরু হয় আসল গল্প।
আরও পড়ুন: নিঃস্ব জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুরকার, অর্থ সংগ্রহে শুভানুধ্যায়ীরা
নরসিংহের ভূমিকায় অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, অন্যধারার ছবি বলতে যা বোঝানো হয়, ‘কেদারা’ একেবারে সেই রকম। কৌশিক ছাড়াও এই ছবির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রুদ্রনীল ঘোষ, বিদীপ্তা চক্রবর্তী এবং মৌসুমী সান্যাল দাশগুপ্ত। ছবির কাহিনী ও চিত্রনাট্য শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের।
সঙ্গীত সৃষ্টি করার পরিবর্তে হঠাৎ ছবি পরিচালনা কেন? “হঠাৎ ঠিক নয়,” বললেন ইন্দ্রদীপ। “এই ভাবনাটা আমার বহুদিনের। অনেক বড় বড় পরিচালকদের সঙ্গে কাজ করার স্বার্থে অভিজ্ঞতা হয়েছে কিছু। ‘কেদারা’র পাশাপাশি আরও অনেক ভাবনা ঘুরছে মাথায়। প্রথম ভাবনা হিসেবে ‘কেদারা’কে উপস্থাপন করছি মাত্র।”
আরও পড়ুন: খেল দিখা সকোগে না?
‘কেদারা’র সঙ্গীত পরিচালনার ক্ষেত্রেও থাকছে চমক। এই প্রথম সঙ্গীত পরিচালক হিসেবে পাওয়া যাবে অরিজিৎ সিংকে।
তবে প্রেক্ষাগৃহে মুক্তির আগেই ‘কেদারা’য় ঝুলিতে জমা হয়েছে একাধিক পুরস্কার। শ্রেষ্ঠ বাংলা ছবির জাতীয় পুরস্কার ছাড়াও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হীরালাল সেন স্মৃতি পুরস্কার পেয়েছে এই ছবি। এছাড়া মাদ্রিদে শ্রেষ্ট নবাগত পরিচালকের সম্মান পেয়েছেন ইন্দ্রদীপ।
১ নভেম্বর মুক্তি পাবে ‘কেদারা’।