মেডিক্যাল থ্রিলারে ঋতুপর্ণা, চন্দন
কলকাতা: লকডাউন পার করে ওয়েব মাধ্যমে পা রাখতে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে বাংলা নয়, এবার তাঁকে দেখা যাবে হিন্দি ছবিতে। সানি রায়ের ‘সল্ট’ ছবিতে ঋতুপর্ণা ছাড়াও রয়েছেন চন্দন রায় সান্যাল, ঈশান মজুমদার ও শুভম। গতকাল শহরে ছবির মহরতে উপস্থিত ছিলেন পরিচালক ও কলাকুশলীরা।
অল্পবিস্তর মিষ্টি সকলেই ভালোবাসে। তবে মিষ্টি বেশি হয়ে গেলে তা প্রায় অখাদ্যের পর্যায়ে পড়ে। তেমনই শরীরে নুনের উপস্থিতি যতটা প্রয়োজনীয়, সম্পর্কের ক্ষেত্রেও ঠিক ততটাই। শুধু মিষ্টি বেশিদিন কারোর ভালো লাগে না। মানুষের জীবন জুড়ে এই মিষ্টি ও নোনতা স্বাদের ভারসাম্য নিয়েই সানির মেডিক্যাল থ্রিলার ‘সল্ট’।
ছবির গল্প শঙ্কর ও মায়াকে ঘিরে আবর্তিত হয়। অন্তর্মুখী শঙ্কর তার বস দিবাকরের প্রেয়সী মায়াকে ভালোবেসে ফেলে। মায়ারও শঙ্করকে ভালো লেগে যায়। নিজেদের অজান্তেই এক অদ্ভুত মিথ্যের জালে জড়িয়ে যায় দুজনের জীবন, যা একসময় মায়াকে শঙ্করের প্রতি আকর্ষিত করেছিল।
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
ছবি প্রসঙ্গে ঋতুপর্ণা রেডিওবাংলানেট-কে জানালেন, “আমি বরাবরই ভালো বিষয়ের অপেক্ষায় থাকি। এই ছবির গল্পটা আমার খুব ভালো লেগেছিল। তাছাড়া আমি নতুন পরিচালকদের সঙ্গে কাজ করতে ভালোবাসি। সানির এই গল্পটা যখন শুনলাম তখন মনে হলো ছবিটা ও দেখতে পাচ্ছে। একজন পরিচালকের এই ভিশনটা থাকা খুব দরকার। মায়ার চরিত্রটা বাইরে থেকে খুব উচ্ছল ও সোজাসাপটা হলেও পরে বোঝা যায় তার মধ্যে অনেক ডিলেমা আছে। এই সব মিলিয়ে চরিত্রটা আমার খুব ভালো লেগেছে।”
মিষ্টি প্রেমের ছবি বলা হলেও সেটা কতটা ব্যবহার করলে তবে সেই মিষ্টত্ব থাকে, সেটা ছবি দেখলেই বোঝা যাবে বলে জানালেন ঋতুপর্ণা।
আরও পড়ুন: জটায়ুর সাহস
ছবিতে একজন স্থপতির ভূমিকায় অভিনয় করছেন চন্দন। তিনি বললেন, “সব সম্পর্কই শুরুতে খুব মিষ্টি হয়। তারপর একটা সময় আসে যখন শুধু মিষ্টি দিয়ে আর চলে না। তাই এটাকে শুধু মিষ্টি প্রেমের ছবি বললে সবটা বলা হয় না। ‘সল্ট’ একটা জটিল সম্পর্কের গল্প। আমার এই ধরণের চরিত্রে অভিনয় করতে ভালো লাগে।”
ছবিতে দিবাকরের ভূমিকায় রয়েছেন ঈশান। তাঁর অভিনীত চরিত্রটি কেমন? “দিবাকর একজন বিজ়নেস টাইকুন,” বললেন ঈশান। “মানুষের শরীরে নুন বা চিনির পরিমাণ কমে গেলে ভারসাম্য নষ্ট হয়, সেই নিয়েই এই থ্রিলার। আমার চরিত্রটা একটু অদ্ভুত ধরণের, এটুকু বলতে পারি।”
আপাতত হিন্দিতে হলেও পরে বাংলা সহ আরও পাঁচটি ভাষায় ‘সল্ট’-এর ডাবিং করা হবে।
“ছাত্রজীবনে এই গল্পটা লিখেছিলাম,” জানালেন সানি। “ছবির ঘটনাক্রম বারো বছরের। শঙ্করের চরিত্রটাকে যদি একটা বাক্সরূপে ধরা যায়, মায়া ঠিক তার উল্টো। সে লেখিকা, প্রাণোচ্ছল একজন মানুষ। দুজনে সম্পূর্ণ বিপরীত মেরুর। এটা চেনা থ্রিলারের মতো গল্প নয়। থ্রিলার মানেই যে খুন থাকতে হবে, তেমনও নয়। তবে ‘সল্ট’ দর্শককে থ্রিল করবে এটুকু বলতে পারি।”
কলকাতা ও দার্জিলিং মিলিয়ে ৮ থেকে ১৮ জানুয়ারি চলবে ‘সল্ট’-এর শুটিং।
ছবি: গার্গী মজুমদার