ফটো অ্যালবাম: পরমব্রতর নতুন ওয়েব সিরিজ় শরতে আজ

লন্ডন: অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় সম্প্রতি শুরু করেছেন তাঁর নতুন ওয়েব সিরিজ় শরতে আজ-এর শ্যুটিং। পরমব্রত এর আগে প্রযোজনা করেছিলেন কালী নামক সিরিজ়টি। সেই একই ওয়েব মাধ্যমের জন্য তিনি এবার পরিচালনা করছেন শরতে আজ। এবার অভিনয় করতেও দেখা যাবে তাঁকে।




লন্ডনের প্রবাসী বাঙালিদের মধ্যে দুর্গাপুজো উদযাপনকে কেন্দ্র করে তৈরি হচ্ছে এই নতুন সিরিজ়। ছবির পুরো শ্যুটিংই হবে এই শহরে।

রেডিওবাংলানেট-কে পরমব্রত জানালেন, “প্রবাসী বঙালিরা বাঙালিয়ানাকে ভীষণভাবে ধরে রাখার চেষ্টা করেন। বাঙালি সংস্কৃতির ব্যপারে তারা সাংঘাতিক সচেতন। পুজোর আনন্দের মাঝেই সন্ত্রাসবাদী হামলার সম্মুখীন হয় এই শহর। সব মিলিয়ে এক জমজমাট থ্রিলার আশা করতে পারেন দর্শকরা।”

গান শেষ আর জান শেষ তো একই কথা রাজামশাই

এই সিরিজ়ের বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন ঋদ্ধি সেন, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, বিদীপ্তা চক্রবর্তী, পায়েল সরকার, সৌম্য সেনগুপ্ত, শকিবা চৌধুরী, কৌশিক চট্টোপাধ্যায়, ও সুরজয় ভৌমিক। চিত্রগহণের দায়িত্বে তিয়াস সেন। কালী-এর মুখ্য চিত্রগ্রাহকও ছিলেন তিনিই। সঙ্গীত হেঁসেল সামলাচ্ছেন সাহানা বাজপেয়ী ও সামন্ত্যক সিনহা। জানা গেল, রবীন্দ্রসঙ্গীতের একটা বড় ভূমিকা থাকছে এই ওয়েব সিরিজ়ে।

যে মৃত্যু আজও রহস্য

আগামী বছর সরস্বতী পুজো নাগাদ সম্প্রচার শুরু হওয়ার কথা শরতে আজ-এর।

লন্ডনে শ্যুটিংয়ের বিভিন্ন মুহূর্ত ধরা পড়ল রেডিওবাংলানেট-এর ক্যামেরায়।

শরতে আজচিত্রনাট্য পড়ার আগে পরমব্রত

পরের পাতা—>

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry
1

One thought on “ফটো অ্যালবাম: পরমব্রতর নতুন ওয়েব সিরিজ় শরতে আজ

  • Excellent news .

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *