শিবু হেভি মেটাল করতে বললেও লড়ে যাব: সুরজিৎ
কলকাতা: এই বছরের অন্যতম জনপ্রিয় গান তাঁর ঝুলিতে। এর আগেও বাংলা ছবিতে লোকগীতির ধারাকে নতুনভাবে পেশ করেছেন সুরকার সুরজিৎ চট্টোপাধ্যায়। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পরিচালনায় ২০১৬ সালে ‘প্রাক্তন’ ছবিতে ‘ভ্রমর’ ও এ বছর ‘গোত্র’তে ‘রঙ্গবতী’ গান দুটি লোকগীতি হলেও সম্পূর্ণ আলাদা ধরণের। তবে গান দুটো আদৌ জনপ্রিয় হবে কি না, তা নিয়ে সংশয় ছিল সুরজিতের।
“‘ভ্রমর’ বা ‘রঙ্গবতী’র ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা চ্যালেঞ্জ ছিল সেটা হলো দুটোই বিখ্যাত গান,” সম্প্রতি এক অনুষ্ঠানে রেডিওবাংলানেট-কে জানালেন সুরজিৎ। “বিখ্যাত গানকে আবার বিখ্যাত করা খুব কঠিন কাজ । সেটা নিয়েই ভয় ছিল। তাই আমি সত্যিই খুব খুশি যে মানুষ গানগুলোকে এতটা ভালোবেসেছেন।”
‘রঙ্গবতী’র পর কি আসতে চলেছে জানতে চাইলে হেসে ফেললেন সুরজিৎ। “এখনও জানি না কি আসতে চলেছে,” বললেন তিনি। “আমি ঠিক করেছি, যতদিন বেঁচে থাকব যে কোনও ধরণের গানের চ্যালেঞ্জ নিয়ে যাব। এরপরে যদি শিবু একটা হেভি মেটাল করতে বলে সেটাও ঠিক লড়ে যাব।”
আরও পড়ুন: যে জন থাকে মাঝখানে
তবে গানদুটি জনপ্রিয় হবার পিছনে পরিচালকদের অবদানকে অস্বীকার করার কোনও জায়গা নেই বলে মনে করেন সুরজিৎ। “দেখো, ‘ভ্রমর’ যেভাবে শ্যুট করা হয়েছিল সেটা দেখে দর্শক কেঁদেছেন। আবার ‘রঙ্গবতী’ দেখে মানুষ নাচছেন। দুটো গানের পরিকল্পনাটাই অসাধারণ ছিল। আমি যখন গানটা বানিয়ে দিই, শিবু সেটা শুনে বলেছিল ‘তুমি আমার প্রচুর খরচা বাড়িয়ে দিলে’,” জানালেন সুরজিৎ।
‘রঙ্গবতী’ জনপ্রিয় হওয়ার পিছনে একাধিক কারণ আছেন বলে মনে করেন সুরজিৎ। “আমার মনে হয় একটা গান হিট করার জন্য শুধু গানটা ভালো হওয়াই জরুরী নয়। ছবিতে সেই গানটাকে কিভাবে দেখানো হচ্ছে, সেটাও খুব গুরুত্বপূর্ণ। ‘রঙ্গবতী’তে একজন জেলে ও জেলেনী এবং আরও অনেকে নাচছে অথচ কোথাও কোনও অস্বস্তিকর দৃশ্য নেই। এটাই শিবু আর নন্দিতাদির ছবির প্লাস পয়েন্ট। এমন একটা গান যেটা শুনে ও দেখে সবাই আনন্দ করতে পারবে। ওদের সব ছবিই বাড়ির সকলের সঙ্গে বসে দেখা যায়, যেটা আজকাল আর বাংলা ছবির ক্ষেত্রে প্রায় হয়ই না” দাবী সুরজিতের।
আরও পড়ুন: পঁচিশে ‘উনিশে এপ্রিল’
অভিনেতা খরাজ মুখোপাধ্যায় পরিচালিত প্রথম ছবিতে সুর করতে চলেছেন সুরজিৎ। ছবির নাম এখনও ঠিক হয়নি। কিছুদিনের মধ্যেই শুরু হবে সেই ছবির কাজ। বেসিক গানের ক্ষেত্রে এখন যেহেতু সিডি আর চলে না, তাই ইউটিউবে গান গেয়ে আগেও তিনি প্রকাশ করেছেন, আগামী দিনেও এই ধরণের কাজ করবেন। বেসিক গানের ক্ষেত্রে তাঁর নিজস্ব ধারা লোকগানের বাইরেও অন্য ধরণের গান গাইবার চেষ্টা তিনি করে যাবেন বলে জানালেন সুরজিৎ।
ছবি: সবুজ দাস