কলকাতা ছেড়ে যাওয়ার কোনও প্রশ্নই নেই: কৌশিক
RBN Web Desk: যতই হিন্দি ছবি পরিচালনা করুন, কলকাতা ছেড়ে তিনি কোনওদিনই যাবেন না বলে জানালেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। কিছুদিন আগেই তাঁর প্রথম হিন্দি ছবি ‘মনোহর পান্ডে’র কাজ শেষ করেছেন কৌশিক। ছবি পরিচালনার পাশাপাশি এই মুহূর্তে চুটিয়ে অভিনয়ও করছেন তিনি।
সম্প্রতি কৌশিককে পাওয়া গেল সাগ্নিক (সমু) চট্টোপাধ্যায়ের ওয়েব সিরিজ় ‘প্র্যাঙ্কেনস্টাইন‘-এর সেটে, বারুইপুর রাজবাড়িতে। সাদা রঙের পাজামা-পাঞ্জাবি আর কালো চাদর গায়ে বসেছিলেন তিনি। মুখে দিন কয়েকের না কামানো দাড়ি। এটি তাঁর প্রথম সিরিজ়। এই সিরিজ়ে এক অজ্ঞাত পরিচয় প্রৌঢ়ের ভূমিকায় দেখা যাবে তাঁকে। “কিছু চরিত্রের নামের প্রয়োজন পড়ে না। লোকে টেরও পাবে না। ঘটনা বড় হয়ে গেলে, চরিত্র গভীর হলে কখনও-কখনও নাম গুম যাতা হ্যায়,” রেডিওবাংলানেট-কে বললেন কৌশিক।
আরও পড়ুন: অপেক্ষার অবসান, আসছে তৃতীয় সিজ়ন
‘প্র্যাঙ্কেনস্টাইন’-এ তাঁর অভিনীত চরিত্রটি নিয়ে তেমন ভেঙে বললেন না কৌশিক। “লোকটি খারাপ না ভালো সেটা বলা যাবে না। কে খারাপ, কে ভালো, তা তো বাইরে থেকে বোঝা যায় না। যে খারাপ সেও তো তার নিজের দিক থেকে ভালো। আবার অনেকের খারাপ হয়ে যাওয়ার পেছনে অনেক কারণ থাকে। সিরিজ়ের গল্পটা প্র্যাঙ্ক নিয়ে। সেই ব্যাপারটায় এই প্রৌঢ় মানুষটি কীভাবে সাড়া দিচ্ছেন সেটা দেখা যাবে। তিনি এর পক্ষে না বিপক্ষে সেটা সিরিজ়টা দেখলে জানা যাবে,” বললেন কৌশিক।
ভাইরাল হওয়ার নেশায় কয়েকটি ছেলেমেয়ের প্র্যাঙ্ক ভিডিও বানানো ও তারপর একটি প্রাচীন বাড়িতে গিয়ে বিপদে পড়া নিয়েই সিরিজ় তৈরি করছেন সাগ্নিক।
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
কাউকে অপ্রস্তুত অবস্থায় ফেলা ও তার থেকে হাসির উদ্রেক করার ইচ্ছে থেকেই প্র্যাঙ্কস্টার নামক পেশাটির জন্ম হয়েছে। তবে মানুষকে ভয় দেখিয়ে মজা পাওয়ার ব্যাপারটা বিদেশে মেনে নিলেও এদেশের মানুষ অপমানিত বোধ করেন। কারণ ভারতীয় সংস্কৃতির সঙ্গে সেটা যায় না। “কোনও কিছুই অন্যকে বিব্রত করে করা উচিত নয় বা অন্তত এমনভাবে করা উচিত যেটায় কেউ ক্ষতিগ্রস্ত হবে না,” বললেন কৌশিক।
ওয়েব সিরিজ় পরিচালনার ইচ্ছে থাকলেও আপাতত সময়ের অভাবে করা হয়ে উঠছে না বলে জানালেন কৌশিক। “অন্যের সিরিজে অভিনয় করার ডাক পাচ্ছি সে তো আনন্দের কথা। অভিনয় করার লোভ তো আছেই। খুব সুন্দর চরিত্র ভেবেছে সাগ্নিক,” বললেন তিনি।
হিন্দিতে আবারও কাজ করার ইচ্ছে রয়েছে বলে জানালেন কৌশিক। “হিন্দিতে কাজ করব মানে এই নয় যে আমি কলকাতা ছেড়ে চলে যাব। মানুষ যেমন নৈনিতাল বেড়াতে যায় কিন্তু সেখানে বাড়ি করে থাকে না, আমার হিন্দি ছবি করাও সেরকমই। তাই কলকাতা ছেড়ে যাওয়ার কোনও প্রশ্নই নেই। এটা আমার জায়গা, এখানে আমার জন্ম। এখানেই আমি সবচেয়ে স্বচ্ছন্দ,” জানালেন তিনি।
সিনেমা নয়, বরং টেলিভিশনের সঙ্গে ওটিটির প্রতিযোগিতা আছে বলে মনে করেন কৌশিক। “তবে তা টেলিভিশনকে একেবারে সরিয়ে দেবে কিনা, সেটা সময় বলবে। একটা সময় ক্যাসেট এসে রেকর্ডকে সরিয়ে দিয়েছে। ডিভিডিও তো চলে গেছে, কেউ কোনদিন ভেবেছিল! এখন প্রতিটা টেলিভিশন চ্যানেল তাদের নিজেদের মতো করে ডিজিট্যাল চ্যানেল তৈরি করছে। কারণ এটাই ভবিষ্যৎ। তার সঙ্গে পা মেলাতে হবে। পুরোনো জিনিস একসময় চলে যাবেই, এতে দুঃখের কিছু নেই। এটা নতুন প্ল্যাটফর্ম। আমিও অবশ্যই চাইবো এখানে কাজ করতে,” বললেন কৌশিক।
ছবি: প্রতিবেদক