আবারও ব্যোমকেশ, গল্পের শেষাংশ পাল্টাচ্ছেন অরিন্দম
RBN Web Desk: আবারও বড়পর্দায় ব্যোমকেশ বক্সীরূপে দেখা যেতে চলেছে আবির চট্টোপাধ্যায়কে। ছবিটি পরিচালনা করবেন অরিন্দম শীল। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সৃষ্ট সত্যান্বেষী ব্যোমকেশ চরিত্রটি ১৯৬৭ সাল থেকে শুরু করে নানা পরিচালকের হাত ধরে বড়পর্দায় এসেছে। এবার শরদিন্দুর লেখা অসমাপ্ত গল্প ‘বিশুপাল বধ’ নিয়ে ছবি করতে চলেছেন অরিন্দম।
এর আগে অরিন্দমের পরিচালনায় ‘হর হর ব্যোমকেশ’, ‘ব্যোমকেশ পর্ব’ ও ‘ব্যোমকেশ গোত্র’ ছবির নামভূমিকায় অভিনয় করেছেন আবির। তবে তারও আগে অঞ্জন দত্তের পরিচালনায় তিনটি ছবিতে ব্যোমকেশের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ২০১০ থেকে শুরু করে সাম্প্রতিককালে ব্যোমকেশকে নিয়ে যত ছবি হয়েছে তাতে আবিরকেই সবথেকে বেশিবার এই চরিত্রে অভিনয় করতে দেখা গেছে।
আরও পড়ুন: আবারও ‘বিজয়’ অমিতাভ, এবার শিক্ষক
১৯৭১-এর পটভূমিকায়, একটি নাটকের মঞ্চে খুনের ঘটনার রহস্য অবলম্বনে লেখা ‘বিশুপাল বধ’। শরদিন্দু গল্পটি শেষ করে যেতে পারেননি। তাঁর মৃত্যুর পর সাহিত্যিক নারায়ণ সান্যাল কাহিনীটি নিজের মতো করে শেষ করেছিলেন। তবে এই ছবির জন্য ‘বিশুপাল বধ’ গল্পের শেষাংশ পাল্টাচ্ছেন অরিন্দম ও চিত্রনাট্যকার পদ্মনাভ দাশগুপ্ত।
এই ছবিতেও সত্যবতীরূপে আগের মতোই দেখা যাবে সোহিনী সরকারকে। তবে বদল আসছে ব্যোমকেশের বন্ধু অজিত বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায়। এর আগে অরিন্দম পরিচালিত তিনটি ব্যোমকেশের ছবিতে অজিতরূপে দেখা গেছে ঋত্বিক চক্রবর্তী ও রাহুল বন্দ্যোপাধ্যায়কে। এবার সেই ভূমিকায় থাকবেন সুহোত্ৰ মুখোপাধ্যায়। এছাড়া আর কারা অভিনয় করবেন তা এখনও জানা যায়নি।
ছবির নাম এখনও ঠিক হয়নি। অরিন্দমের চতুর্থ ব্যোমকেশের ছবিটির শুটিং শুরু হবে মে মাসে।