বাবুদা প্রতিবারই আমাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন: শুভাশিস
কলকাতা: পরিচালক সন্দীপ রায় প্রতিবারই তাঁকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন আর তিনিও সেটা সানন্দে গ্রহণ করেন, বললেন অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়। সত্যজিৎ রায়ের কাহিনী ‘নকুড়বাবু ও এল ডোরাডো’ অবলম্বনে ‘প্রোফেসর শঙ্কু ও এল্ ডোরাডো’ পরিচালনা করেছেন সন্দীপ। ছবিতে শঙ্কু ও নকুড়বাবুর চরিত্রে অভিনয় করেছেন ধৃতিমান চট্টোপাধ্যায় ও শুভাশিস। এছাড়া প্রহ্লাদের ভূমিকায় থাকছেন উদয়শঙ্কর পাল।
শঙ্কু সিরিজ়ে নকুড়চন্দ্র বিশ্বাস একটি জনপ্রিয় চরিত্র। সম্প্রতি শহরে এক অনুষ্ঠানে শুভাশিস জানালেন, “বাবুদা (সন্দীপ) প্রথম থেকেই বলে এসেছেন আমাকে ছাড়া উনি নকুড়বাবু করবেন না। এমনকি সত্যজিতের করা নকুড়বাবুর স্কেচও আমাকে দেখিয়েছিলেন। বলেছিলেন, ‘বাবা যে তোমার ছবি এঁকে গেছেন তুমি জানতে?’ শঙ্কু তো সকলেই পড়ে, আমিও পড়েছি। কিন্তু সেই চরিত্রে যে আমাকে মানাতে পারে সেটা কখনও ভাবিনি।”
আরও পড়ুন: প্রকাশিত হলো পূর্ণাঙ্গ ‘শ্যামা’র অ্যালবাম
এর আগে সন্দীপের ‘গোরস্থানে সাবধান’ ছবিতে ধৃতিমান ও শুভাশিস নেগেটিভ চরিত্রে থাকলেও এবারে দুজনেই একেবারে অন্য ধরণের ভূমিকায় অভিনয় করেছেন। “অভিনেতা হিসেবে আমি বরাবরই চ্যালেঞ্জ নিতে ভালোবাসি,” বললেন শুভাশিস। “বাবুদা এর আগেও ‘জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা’য় আমাকে নেগেটিভ চরিত্র দিয়েছিলেন। সেখানে রঞ্জিত মল্লিকের বন্ধুর ভূমিকায় অভিনয় করতে হবে শুনে আমি একটু ঘাবড়েই গেছিলাম। উনি আমার থেকে অনেকটাই সিনিয়র। তাহলে বন্ধু হিসেবে আমাকে কীভাবে মানাবে? কিন্তু সেটাও খুব ভালোভাবে উৎরে গেছিল। বাবুদা এভাবেই আমাকে চ্যালেঞ্জ করেন আর আমিও সেটা উপভোগ করি। তবে এবারের চরিত্রটা সত্যিই কঠিন। এরকম অলৌকিক ক্ষমতাসম্পন্ন একটা চরিত্রকে আমি কতটা ফুটিয়ে তুলতে পেরেছি সেটার বিচার দর্শক করবেন।”
আরও পড়ুন: অবাঙালি শিল্পীদের উপস্থাপনায় মঞ্চস্থ হতে চলেছে ‘সম্পূর্ণ মায়ার খেলা’
নকুড়বাবুর নির্বাচন প্রসঙ্গে সন্দীপ জানালেন, “নকুড় আমার খুব প্রিয় একটা চরিত্র। তাই এই গল্পটাকেই বেছে নিলাম। নকুড়বাবুর প্রথম আবির্ভাবের ব্যাপারটাকে আমি বড় পর্দায় আনতে চেয়েছিলাম। এতে করে গোটা ছবিতে একটা বাংলা কানেক্ট থাকবে।”
সত্যজিৎ সৃষ্ট গোয়েন্দা ফেলুদার মতো শঙ্কুর ভক্ত সংখ্যাও প্রচুর। “তাঁরা কিন্তু অনেকেই বেশ সিরিয়াস পাঠক। তাই শঙ্কুকে নিয়ে ছবি করলে মানুষের ভালো লাগবে বলেই মনে হয়েছে আমার,” জানালেন সন্দীপ।
২০ ডিসেম্বর মুক্তি পাবে ‘প্রোফেসর শঙ্কু ও এল্ ডোরাডো’।
ছবি: সবুজ দাস