কমিটমেন্ট ফোবিয়া নিয়ে সৌরদীপের ‘কড়াপাক’
কলকাতা: একটার পর একটা প্রেম করতে বাধা নেই। যত ভয় বিয়ের প্রস্তাবে। বর্তমান প্রজন্মের এক অতি বড় সমস্যা এই কমিটমেন্ট ফোবিয়া। আর সেই বিষয় নিয়েই আসছে পরিচালক সৌরদীপ বন্দ্যোপাধ্যায়ের রোমান্টিক কমেডি ছবি ‘কড়াপাক’। অভিনয় করেছেন সৌরভ দাস, পায়েল সরকার ও ঋ। ছবির সুরকার শান্তজিৎ চট্টোপাধ্যায়, গান গেয়েছেন উপল সেনগুপ্ত, রাজ বর্মণ, ঈশান মিত্র, তৃষা চট্টোপাধ্যায় ও মধুপর্ণা গঙ্গোপাধ্যায়। সম্প্রতি শহরে এক অনুষ্ঠানে মুক্তি পেল ‘কড়াপাক’-এর সঙ্গীত।
“আজকের দিনে কমিটমেন্ট ফোবিয়া বেশ বড় একটা সমস্যা,” বললেন সৌরদীপ। “কমেডির মোড়কে সেটাই দেখাতে চলেছি আমরা।”
“দেব খুবই আবেগপ্রবণ একটি ছেলে,” ছবিতে নিজের অভিনীত চরিত্রটি নিয়ে বললেন সৌরভ। “সে বারবার প্রেমে পড়ে কিন্তু বুঝে উঠতে পারে না সেটা আদৌ ভালোবাসা কী না। একেবারেই আমার মতো একটা চরিত্র। তাই অভিনয় করতেও খুব সুবিধা হয়েছে। পায়েল যে চরিত্রটা করছে—প্রিয়া—সেই আসলে দেবকে সঠিক পথ দেখাবে। ওর সঙ্গে মিশে দেব বুঝতে পারবে ভালোলাগা আর ভালোবাসা দুটো আলাদা জিনিস। সৌরদীপ নতুন পরিচালক হলেও খুব মজার মানুষ।”
আরও পড়ুন: রক্তবরণ মুগ্ধকরণ
এই প্রথম একক নায়কের চরিত্রে দেখা যাবে সৌরভকে। তাই নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। “প্রচুর ওয়েব সিরিজ় আর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছি এতদিন। বিভিন্ন ছবিতেও কাজ করেছি। সিঙ্গল লিড এই প্রথম। তাই এই ব্যাপারটা একেবারেই আলাদা। অনেকের আশা রয়েছে আমাকে নিয়ে, আমি নিজেও খুব উত্তেজিত। দেখা যাক কী হয়।”
সৌরভের সঙ্গে এর আগে একটাই ছবিতে কাজ করেছেন পায়েল। তবে একই ফ্রেমে দেখা যায়নি দুজনকে। “সেই অর্থে জুটি হিসেবে ‘কড়াপাক’ই আমাদের প্রথম ছবি,” বললেন পায়েল। “প্রিয়া একেবারেই বর্তমান সময়ের একটা চরিত্র। বাস্তব দুনিয়ায় যে কোনও আধুনিক মেয়ে যেমন হয়, প্রিয়াও তেমনই। খুব মজাদার ছবি হতে চলেছে ‘কড়াপাক’। সৌরভ খুবই শক্তিশালী অভিনেতা। যে কারণে ওর সঙ্গে অভিনয় রসায়ণটা তৈরি হতে সময় লাগেনি। এদিকে সেটে সারাক্ষণ মজা করে, তবে নিজের কাজ নিয়ে ওর ডেডিকেশন সাংঘাতিক।”
আরও পড়ুন: তিন মূর্তি ও পায়ের তলায় সরষে
ছবিতে একটি বিশেষ চরিত্রে রয়েছেন ঋ। তিনি জানালেন, “আমার চরিত্রটার নাম সুমিতা। সে একজন হাসিখুশী স্বভাবের, ভালোমানুষ এক বৌদি যে একটু একাকিত্বে ভোগে। সুমিতা বন্ধুত্ব করতে চায়। এরপরে কি হবে সেটা ছবিতে দেখা যাবে।”
চারটে গান থাকছে ‘কড়াপাক’-এ। তার মধ্যে একটি রোমান্টিক গান গেয়েছেন রাজ। এছাড়া হালকা রাগাশ্রয়ী গান ‘সাওরে’ শোনা যাবে মধুপর্ণা ও ঈশানের কণ্ঠে। রেট্রো সাউন্ড দিয়ে একটু অন্যভাবে তৈরি একটি পার্টি সং গেয়েছেন তৃষা। ছবির শীর্ষ সঙ্গীত থাকছে উপলের গলায়।
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
“‘কড়াপাক’-এর গল্পটা শুনে মনে হয়েছিল মূলধারার ছবির মতোই গান হওয়া উচিত,” জানালেন শান্তজিৎ। “এর আগে টেলিভিশন ধারাবাহিকে কাজ করলেও ছবিতে এই প্রথম। দুটো অভিজ্ঞতা একেবারেই আলাদা। ছবিতে দুটো গান আমার লেখা। এছাড়াও প্রলয় সরকার ও জ্যোতি হাজরাও গানের কথা লিখেছে।”
এই মাসের শেষের দিকে মুক্তি পেতে চলেছে ‘কড়াপাক’।