অপেক্ষার অবসান, আসছে তৃতীয় সিজ়ন
RBN Web Desk: অপেক্ষার অবসান। অবশেষে আসতে চলেছে ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর তৃতীয় সিজ়ন। অন্তত তেমনই ইঙ্গিত দিলেন নির্মাতারা। প্রথম দুটি সিজ়নই দর্শকমহলে প্রবল জনপ্রিয়তা পায়। দ্বিতীয় সিজ়নে বিশেষভাবে প্রশংসিত হয় সামান্থা প্রভুর অভিনয়। এই সিরিজ়ের নামভূমিকায় অভিনয় করছেন মনোজ বাজপেয়ি।
দ্বিতীয় সিজ়নের চূড়ান্ত পর্বের শেষে ছিল তৃতীয় সিজ়নের ঝলক। ইঙ্গিত মিলেছিল, করোনা অতিমারির প্রেক্ষাপটে চিন ও উত্তরপূর্ব ভারতের যোগাযোগ ঘিরে কাহিনি এগোবে। এবারের প্রেক্ষাপট কলকাতা। সম্ভবত কোভি়ড অতিমারী ও তার সঙ্গে জঙ্গি গোষ্ঠীর যোগই দেখা যাবে নতুন সিজ়নে।
আরও পড়ুন: নতুন ছবি শুরু করতে চলেছেন নন্দিতা দাশ
নির্মাতা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে এ বছরের শেষেই শুরু হবে ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর নতুন সিজ়নের শুটিং। এই সিরিজ়ের দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শরিব হাসমি ও প্রিয়মণি।