আবারও ‘বিজয়’ অমিতাভ, এবার শিক্ষক
RBN Web Desk: ‘জ়ঞ্জির’ হোক বা ‘দিওয়ার’, ‘ডন’ হোক বা ‘অগ্নিপথ’, একের পর এক ছবিতে বিজয় নামের চরিত্রে অভিনয় করে বক্স অফিস কাঁপিয়েছিলেন অমিতাভ বচ্চন। সত্তর এবং আশির দশকে অমিতাভের ছবি মানেই পর্দায় তাঁর নাম বিজয়। তালিকায় রয়েছে ‘ত্রিশূল’ ও ‘কালা পত্থর’-এর মতো ছবিও। তাঁর অ্যাংরি ইয়ং ম্যান ইমেজের সঙ্গে এই নাম যেন সমার্থক হয়ে উঠেছিল। সেই নাম নিয়েই আবারও পর্দায় ফিরতে চলেছেন অমিতাভ, এবার তিনি শিক্ষক। ছবির নাম ‘ঝুন্ড’। আজ মুক্তি পেল এই ছবির ট্রেলার।
তবে এবার কোনও কাল্পনিক চরিত্র নয়। নাগপুরের হিলশপ কলেজের অধ্যাপক ও ফুটবল প্রশিক্ষক বিজয় বারসের চরিত্রে অভিনয় করছেন অমিতাভ। ২০০১ সালে বস্তির ছেলেমেয়েদের জন্য স্লাম সকার নামে একটি সংগঠন তৈরি করেন বারসে। তাঁর সঙ্গী ছিলেন স্ত্রী রঞ্জনা ও ছেলে অভিজিৎ। বারসের কর্মকান্ড নিয়েই ঝুন্ড তৈরি করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক নাগরাজ মঞ্জুলে। অমিতাভের পাশাপাশি এ ছবিতে রয়েছেন রিঙ্কু রাজগুরু ও আকাশ তোসর। এই দুই মারাঠি অভিনেতাকে নিয়েই ‘সাইরাত’ পরিচালনা করেছিলেন নাগরাজ। সেই ছবির জন্যই পেয়েছিলেন জাতীয় পুরস্কার।
আবারও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
২০১৯–এর সেপ্টেম্বরে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। পরে তা পিছিয়ে যায়। এরপরে করোনা অতিমারীর কারণে প্রেক্ষাগৃহ বন্ধ থাকার কারণে একাধিকবার পিছিয়ে যায় ছবিটির মুক্তি। অবশেষে ৪ মার্চ মুক্তি পেতে চলেছে ‘ঝুন্ড’।