নির্বাক কৌশিক, বলবেন একা অপরাজিতাই
RBN Web Desk: কথা অমৃত সমান, এ তো সেই পুরাণেই বলা আছে। অর্থাৎ কথা থাকলে সম্পর্ক আছে, কথা বিনা তা মৃত। সাদা চোখে দেখলে কতকটা তাই মনে হয় বটে। কথা ছাড়া আবার জীবন কী? কথাই তো বাঁচিয়ে রাখে সম্পর্ককে, ভালোবাসাকে, আবার হয়তো রাগ, দুঃখকেও। তবে সবসময়ই কি তাই? কথাকে ঘিরে এমন নানা গল্প উঠে আসবে পরিচালক জিত চক্রবর্তীর আগামী ছবি ‘কথামৃত’তে। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয়ে রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, বিশ্বনাথ বসু, অদিতি চট্টোপাধ্যায়, স্যামুয়েল, প্রদীপ চক্রবর্তী, প্রদীপ ভট্টাচার্য ও অরিত্র।
সনাতন গাঙ্গুলি নামক চরিত্রে কৌশিক এই ছবিতে কথা বলতে পারেন না। তার স্ত্রী সুলেখার ভূমিকায় রয়েছেন অপরাজিতা। পাড়ায় সুখী দম্পতি বলে পরিচিত গাঙ্গুলিদের একজন কথা না বলতে পারলেও অন্যজন একটু বেশিই বলেন। আবার পাড়ার অন্য এক দম্পতির জীবনে অতিরিক্ত কথাই অশান্তির মূল। কথা কি তাহলে সত্যিই কোনও সেতু নির্মাণ করে? উত্তর দেবে ‘কথামৃত’।
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
ছবির শুটিং প্রসঙ্গে জিত রেডিওবাংলানেট-কে জানালেন, “কৌশিকদা এত বড় মাপের একজন পরিচালক-অভিনেতা হলেও অভিনয় করার সময় তিনি নিজে থেকে কোনও পরামর্শ দেন না। পরিচালক ঠিক যেমনটা চাইছে তেমনভাবেই কাজ করেন। বুঝতেই দেন না উনি কত বড় একজন অভিনেতা।”
আরও পড়ুন: ফাগুন লেগেছে বনে বনে
ছবির গল্প নিয়ে অনেকদিন ধরেই চিন্তাভাবনা করছিলেন বলে জানালেন জিত। “আমার বন্ধু জিৎ দত্তকে প্রথামে ভাবনাটা জানাই। ও গল্পটা লিখে ফেলে। এটুকু বলতে পারি এর আগে এরকম চরিত্রে কৌশিকদা কাজ করেননি। প্রত্যেকেই কতটা ভালো কাজ করেছেন সেটা দর্শক প্রেক্ষাগৃহে গেলে বুঝতে পারবেন। আমি ভাগ্যবান, চিত্রনাট্য নিয়ে যাঁদের কাছে গিয়েছি তাঁরা কেউ আমাকে না করেননি,” বললেন জিত।
ছবির সঙ্গীত পরিচালনা করছেন অমিত-ঈশান, প্রসেন ও রণজয় ভট্টাচার্য।
এই বছরেই মুক্তি পাবে ‘ কথামৃত ‘।