অবশেষে দেশজুড়ে মুক্তি পাচ্ছে ‘ভবিষ্যতের ভূত’
কলকাতা: অবশেষে দেশজুড়ে মুক্তি পেতে চলেছে অনীক দত্তর ছবি ‘ভবিষ্যতের ভূত’। আগামী ৫ এপ্রিল থেকে কলকাতার মাল্টিপ্লেক্স ও অন্যান্য হলে দেখা যাবে ছবিটি।
ছবির অন্যতম প্রযোজক বিলি চট্টোপাধ্যায় রেডিওবাংলানেট-কে জানালেন, “সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী হল ও মাল্টিপ্লেক্সগুলো রাজি হয়েছে ৫ তারিখ ছবিটা রিলিজ় করতে। যদিও শহরতলী ও মফঃস্বলে কিছু জায়গায় ছবিটা চলছিল, কিন্তু শুধু সেখানকার দর্শকের জন্য তো এই ছবি তৈরি করা হয়নি।”
গত ১৫ ফেব্রুয়ারি কলকাতায় মুক্তি পায় ‘ভবিষ্যতের ভূত’। কিন্তু মুক্তির ঠিক একদিনের মাথায় শহরের সমস্ত হল থেকে কোনও অজানা কারণে তুলে নেওয়া হয় ছবিটি। অগ্রীম টিকিটের টাকাও ফেরত দেওয়া হয় দর্শককে। বলা হয়, ছবি বন্ধ করার নির্দেশ এসেছে ‘ওপর মহল’ থেকে।
তাশি গাঁওয়ে একদিন
এই ঘটনায় সরব হন বাংলা চলচ্চিত্র শিল্পের সাথে যুক্ত একাংশ। মেট্রো চ্যানেলে ও অ্যাকাডেমীর সামনে প্রতিবাদ সভায় যোগ দেন শহরের বিশিষ্টজনেরা। মিছিল বেরোয় দক্ষিণ কলকাতায়। সেই মিছিলে অংশ নেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, বরুণ চন্দ, বুদ্ধদেব দাশগুপ্ত, সোহাগ সেনের মতো ব্যক্তিত্বরা। এর সঙ্গে প্রযোজকদের তরফে আইনি পদক্ষেপও নেওয়া হয়। তারই জেরে সুপ্রিম কোর্ট ১৫ ও ২৫ মার্চ দুটি আলাদা নির্দেশে রাজ্য সরকারকে জানিয়ে দেয় ‘ভবিষ্যতের ভূত’ ছবিটির প্রদর্শন অবিলম্বে শুরু করতে হবে।
আইনি লড়াইয়ে জেতা প্রসঙ্গে প্রযোজকের বক্তব্য, “আমরা তো পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ। তাই গণতন্ত্রের সুবিধাগুলো আমাদের পাওয়া উচিত। সেই দাবীতেই আইনি পথে পা বাড়িয়েছি আমরা।”
কলকাতা ছাড়াও দিল্লী, মুম্বই, ও বেঙ্গালুরুতে মুক্তি পেতে চলেছে ‘ভবিষ্যতের ভূত’। এছাড়ও আরও বেশ কয়েকটি শহরে দেখা যাবে ছবিটি।
মার্কিন যুক্তরাষ্ট্রের ১৮টি শহরে, নেদারল্যান্ডস ও সুইডেনে আগেই মুক্তি পেয়েছে ‘ভবিষ্যতের ভূত’। এছাড়াও সিডনি, মেলবোর্ন ও স্টকহোমে দেখানো হবে এই ছবিটি।