কলকাতার গন্ধ মেখে সুমন মৈত্রের ‘জ়রিয়া’

RBN News Desk: শহরের অলিগলি, ক্যাফে আর গানের সুরকে আঁকড়ে ধরে তৈরি হয়েছে একটি রোমান্টিক স্বল্প দৈর্ঘ্যের ছবি। সুমন মৈত্র (Suman Maitra) পরিচালিত ‘জ়রিয়া’ (Zariyaa), যার প্রতিটি দৃশ্য যেন কলকাতার প্রেমে মুগ্ধ হওয়ার কথা বলে।

প্রায় ৩০ মিনিটের বেশি সময়ের এই রোমান্টিক ড্রামা ঘোরাফেরা করে অর্জুন নামক এক রেডিও জকি ও গিটারিস্টের জীবনের আশপাশে। তার সঞ্চালনায় মধ্যরাত্রির শো ‘জ়রিয়া’র মাধ্যমে সে গল্প বলে, গান গায়, আর ছুঁয়ে যায় অসংখ্য শ্রোতাদের মন। একদিন তার জীবনে আসে তুলিকা, এক স্বাধীন চলচ্চিত্র নির্মাতা, যে তার ক্যামেরার মাধ্যমে খুঁজে বেড়ায় শহরের না-বলা গল্পগুলোকে।

ছবিতে অর্জুনের ভূমিকায় অভিনয় করেছেন রাজেশ্বর, তুলিকার চরিত্রে রয়েছেন অমৃতা চট্টোপাধ্যায় (Amrita Chattopadhyay)। এছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তপতী মুনশিকে (Tapati Munshi)। সঙ্গীত পরিচালনায় রয়েছেন মউলি চক্রবর্তী এবং গানে কণ্ঠ দিয়েছেন রণজয় ভট্টাচার্য সহ আরও অনেকে।

আরও পড়ুন: এবার বড়পর্দায় বামাক্ষ্যাপা সব্যসাচী, তারা মা পায়েল

“তুলি বা তুলিকা একজন মুক্তমনা মানুষ। সে এই শহরকে যেমন ভালবাসে তেমনই নিজের পেশাকেও ভালবাসে। কফি, মিউজিক, এফএম এইসবই তার ভালবাসার জিনিস। সে যেমন এক থাকতে ভালবাসে তেমনই কথা বলার মানুষ পেলে মন খুলে কথাও বলে” নিজের চরিত্র সম্পর্কে জানালেন অমৃতা।

অন্যদিকে রাজেশ্বর জানালেন, “এই ছবিটা কলকাতাকে নিয়েই বলা যায়। এই শহরটাকে ঘিরে এরকম ভালো লাগা রয়েছে, এর স্বাদ গন্ধ সব কিছু মিলিয়েই, সেই ব্যাপারটাই ছবিতে উঠে এসেছে।”

কলকাতা, কফি, গান, আড্ডা কীভাবে দুজন মানুষকে কাছাকাছি নিয়ে আসে সেই গল্প নিয়ে কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে ‘জ়রিয়া’।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *