সামাজিক মাধ্যমে খুব সহজেই বিচারসভা বসিয়ে দেওয়া যায়: অভিজিৎ
RBN Web Desk: বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে যে কোনও বিষয়ে খুব সহজেই বিচারসভা বসিয়ে দেওয়া যায় বলে মনে করেন পরিচালক-অভিনেতা অভিজিৎ গুহ। সত্যজিৎ রায়ের ‘হত্যাপুরী’ কাহিনী অবলম্বনে একই নামের ছবি পরিচালনা করছেন সন্দীপ রায়। এই ছবিতে জটায়ুর চরিত্রে রয়েছেন অভিজিৎ। ফেলুদার চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রনীল সেনগুপ্ত ও তোপসের ভূমিকায় রয়েছেন আয়ুষ দাস। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায় ও ভরত কল।
মূল তিন অভিনেতার নাম ঘোষণা হওয়ার পর থেকেই ধেয়ে এসেছে সমালোচনার ঝড় এবং তার বেশিরভাগই সন্দীপ ও অভিজিৎকে উদ্দেশ্য করে। এমনকি অত্যন্ত কুৎসিত ভাষার আক্রমণ করা হয় অভিজিৎকে।
“’হত্যাপুরী’তে আমি জটায়ু চরিত্রটি করছি বলেই আজ এত বিতর্ক,” রেডিওবাংলানেট-কে বললেন অভিজিৎ। “আসলে আজকাল চারদিকে এত অল্পশিক্ষিত দর্শকের ভিড় যে মতামত দেওয়াটা এখন খুব সহজ।”
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
ইদানিং যে কোনও ছবি প্রেক্ষাগৃহে আসার আগে তার লুক, টিজ়ার, ট্রেলার ও মিউজি়ক ভিডিও মুক্তি পায়। প্রায় প্রত্যেকটি নিয়েই সোশ্যাল মিডিয়ায় চলে চুলচেরা বিশ্লেষণ। ‘হত্যাপুরী’র ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। জটায়ুর চরিত্রে অভিজিতের অভিনয়ের কথা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ধেয়ে এসেছে ট্রোলের বন্যা। অনেকেই বলেছেন জটায়ুর চেহারার সঙ্গে অভিজিতের কোনওরকম সাদৃশ্য নেই। আবার কারও মতে মূল গল্প অনুযায়ী ফেলুদা এবং জটায়ুর বয়সের ফারাক মাত্র সাড়ে তিন বছর। সেক্ষেত্রে কোনওভাবেই ইন্দ্রনীলের পাশে জটায়ু হিসেবে অভিজিৎকে মানাবে না।
তবে মিম ও ট্রোল নিয়ে একেবারেই বিচলিত নন অভিজিৎ। “যখনই ফেলুদা সিরিজ়ের কোনও গল্প নিয়ে ছবি তৈরির কথা ওঠে, তখনই পূর্ববর্তী অভিনেতাদের সঙ্গে নতুনদের তুলনা শুরু হয়। কিন্তু এটা তো কোনও ফুটবল খেলা নয় যে প্রতিযোগিতা হবে। প্রত্যেক অভিনেতা তাঁর নিজস্ব প্রতিভা অনুযায়ী অভিনয় করেন,” বললেন ‘বাপি বাড়ি যা’, ‘তিন ইয়ারি কথা’, ‘ক্রস কানেকশন’ ও ‘শ্রাবণের ধারা’র মতো ছবির পরিচালক।
এর আগে বড়পর্দায় জটায়ুর চরিত্রে অভিনয় করেছেন সন্তোষ দত্ত ও বিভু ভট্টাচার্য।
কিন্তু ছবি তৈরি হয় দর্শকের উদ্দেশ্যে। সেক্ষেত্রে তাঁদের একাংশ ছবি মুক্তির আগে এ ধরণের মন্তব্য করছেন। এর ফলে ছবির জনপ্রিয়তা হ্রাসের আশঙ্কা তৈরি হচ্ছে কি?
আরও পড়ুন: সিনেমার মতোই ছিল যে জীবন
“আজকাল আমাদের চারপাশে প্রচুর সবজান্তা মানুষ ঘুরে বেড়াচ্ছেন। একটা স্থিরচিত্র দেখেই তাঁরা বিশেষজ্ঞের মতো মন্তব্য করছেন। আমার মাঝে-মাঝে ভীষণ অবাক লাগে। আমরা যাঁরা দীর্ঘদিন ধরে পরিচালনা বা অভিনয়ের সঙ্গে যুক্ত, তাঁদের থেকে এই মানুষগুলোর জ্ঞান যখন এতটাই বেশি, তখন তাঁরা নিজেরা কোনও ছবি করছেন না কেন? তাঁদের কাছে আমার অনুরোধ, আপনারা আসুন, ছবি পরিচালনা করুন। তাহলে নিশ্চয়ই এত সমস্যা তৈরি হবে না,” বললেন অভিজিৎ।
আপাতত কলকাতা ও পুরী মিলিয়ে ছবির শুটিংয়ে ব্যস্ত টিম ‘হত্যাপুরী’।
২৩ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ছবিটি।