ভুল, অপরাধবোধ, বিচার নিয়ে কমলেশ্বরের ‘অনুসন্ধান’

RBN Web Desk: মানুষ মাত্রই ভুল হয়। সেই ভুল থেকেই জন্ম নেয় অপরাধবোধ। কিন্তু সাধারণ মধ্যবিত্ত পরিবারে, ছাপোষা গেরস্থ জীবনে চোখে আঙুল দিয়ে ভুল ধরিয়ে দেওয়ার লোকের সংখ্যা খুব কম। পারিবারিক কলহ থেকে সৃষ্ট যে মহাযুদ্ধের আখ্যান মহাভারতে বর্ণিত রয়েছে, একবিংশ শতাব্দীতে এসেও সেই ধারা প্রবহমান।

পরিবারের মধ্যেই রয়েছেন এক বিচারক, সরকারি কৌঁসুলি, বাদী পক্ষের আইনজীবি ও জেলার। বাড়ির মধ্যেই বসেছে মক আদালত। চলছে একের পর এক প্রশ্নোত্তর পর্ব। অপরাধী আসলে কে? অঙ্কের নিয়ম মেনে অপরাধীকে এক্স ধরে নিয়েই যদি ধাপে-ধাপে রহস্য দানা বাঁধতে শুরু করে, তবেই কি এই এক্সের পরিচয় জানা যাবে?

আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ

সম্প্রতি শহরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ‘অনুসন্ধান’ ছবির পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় ও কলাকুশলীরা। মুক্তি পেল অনুপম রায়ের সঙ্গীত পরিচালনায় তাঁর নিজের গাওয়া ‘অনেক দূরের মানুষ’ গানটি।

ছবির ট্রেলার দেখে দর্শক মহলের একাংশ মনে করেছিলেন যে ‘অনুসন্ধান’ রুমি জফরি পরিচালিত ‘চেহরে’ থেকে অনুপ্রাণিত। তবে কমলেশ্বেরর দাবি, “সুইস লেখক ফ্রায়েডরিখ ড্যুরেনমাট, ফরাসি লেখক গি দ্যু মোপাসাঁ ও ব্রিটিশ ঔপন্যাসিক এডগার ওয়ালেসের লেখা গল্পগুলি থেকে কিছু-কিছু উপাদান নিয়ে আমি আর হিমাংশু ধানুকা চিত্রনাট্য লিখেছি।”



তবে এই প্রথম নয়, বছর তিনেক আগে ড্যুরেনমাটের ‘দ্য ডেঞ্জারাস গেম’ অবলম্বনে কমলেশ্বর মঞ্চস্থ করেছিলেন নাটক ‘প্লে হাউজ়’। “বাংলায় এই ধরণের কোর্টরুম ড্রামা খুব একটা না হলেও এরকম বহু নাটক এর আগে হয়েছে,” রেডিওবাংলানেট-কে বললেন কমলেশ্বর। বহুরূপী নাট্যদলের ‘চোপ আদালত চলছে’ ও ‘তৃতীয় নয়ন’ নাটকগুলিই তার উদাহরণ।

‘অনুসন্ধান’-এর তিনটে বিশেষত্ব আছে বলে জানালেন পরিচালক। এই ছবির শ্যুটিং লন্ডনে করার পিছনেও বিশেষ কারণ আছে। তবে তা এখনই স্পষ্ট করে বলতে চাইলেন না কমলেশ্বর।

আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ

ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। এছাড়াও রয়েছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায়, পায়েল সরকার, ঋদ্ধি সেন ও প্রিয়াঙ্কা সরকার। সম্পাদনার দায়িত্বে রয়েছেন রবিরঞ্জন মৈত্র।

অনুপম জানালেন, “‘অনেক দূরের মানুষ’ গানটি তৈরি হয়েছিল অনেক আগেই। তবে সেটা কোথায়, কীভাবে ব্যবহার করা হবে সে সম্পর্কে আমার কোনও ধারণা ছিল না।”

এই প্রথম কমলেশ্বরের ছবিতে আবহসঙ্গীতের দায়িত্ব পেয়েছেন দেবাশিস সোম।

৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘অনুসন্ধান’।

ছবি: রাজীব মুখোপাধ্যায়




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *