কলকাতায় নীরজ পাণ্ডে, শুরু রেকি

RBN Web Desk: কলকাতায় তাঁর নতুন ওয়েব সিরিজ়ের রেকি শুরু করলেন নীরজ পাণ্ডে (Neeraj Pandey)। ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর প্রায় পুরো শুটিংই এ শহরে হওয়ার কথা। আজ সকাল থেকেই দলবল নিয়ে উত্তর কলকাতার মোহনলাল স্ট্রিট সংলগ্ন এলাকায় শুটিং স্পট খুঁজে বেড়ালেন নীরজ। এছাড়া লালবাজার চত্বর ও মধ্য কলকাতার বিভিন্ন লোকেশনে শুটিং হওয়ার কথা।

‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), জিৎ (Jeet) ও পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee) অভিনয় করার কথা। উল্লেখ্য, এই প্রথম কোনও ওয়েব সিরিজ়ে অভিনয় করতে চলেছেন জিৎ।

আরও পড়ুন: জারি রইল সিংহাসনের লড়াই

‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ (Khakee: The Bengal Chapter) ‘খাকি’ সিরিজ়ের দ্বিতীয় সিজ়ন।

‘এ ওয়েডনেসডে’, ‘স্পেশাল ২৬’, ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’র মতো ছবি পরিচালনা করেছেন নীরজ। ‘স্পেশাল অপস’-এর মতো জনপ্রিয় সিরিজ়ের পরিচালকও তিনি।

ছবি: ফিল্মিবিট




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *