অরুণার হাঁটাচলা, কথাবার্তার ধরণ আমার মায়ের থেকেই নেওয়া: স্বস্তিকা
RBN Web Desk: এই প্রথমবার কোনও মধ্যবয়স্কার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে। সাহানা দত্তর কাহিনীতে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘মোহমায়া’ ওয়েব সিরিজ়ে স্বস্তিকা থাকছেন অরুণার ভূমিকায়। অন্যান্য চরিত্রে রয়েছেন অনন্যা চট্টোপাধ্যায়, বিপুল পাত্র, সুজন মুখোপাধ্যায়, শ্বেতা চৌধুরী ও অঙ্কিত মজুমদার।
দুই ছেলে মেয়ে ও স্বামীকে নিয়ে অরুণার সংসার। নিজের ছেলে বাইরে চলে যাওয়ার পর তার বন্ধু ঋষি এসে উপস্থিত হয় অরুণার বাড়িতে। ঋষির সঙ্গে অদ্ভুত এক মায়ায় জড়িয়ে যায় অরুণার সম্পর্ক। কিন্তু ঋষি কি অরুণাকে শুধু মায়ের দৃষ্টিতেই দেখে। নাকি অন্য কোনও টানও কাজ করে তার মধ্যে? ঋষির মা মায়ার স্মৃতি কেন বারবার ঘুরেফিরে আসে তার কাছে?
আরও পড়ুন: জল্পনার অবসান, শীতেই সন্দীপের ‘শঙ্কু আর ফেলুদা’
প্রায় পঞ্চাশোর্ধ এক মায়ের চরিত্রে অভিনয় করলেন কেন স্বস্তিকা? উত্তরে স্বস্তিকা রেডিওবাংলানেট-কে জানালেন, “আমি খুঁজে-খুঁজে বয়স্ক চরিত্র করতে চাইব না নিশ্চয়ই। সব সময়েই এমন চরিত্র খুঁজি যা আমি আগে করিনি, আর চিত্রনাট্য পড়ে যদি মনে হয় এই চরিত্রটায় দারুণ কিছু করার সুযোগ রয়েছে তাহলেই রাজি হই। অরুণা এতটাই জটিল একটা চরিত্র যে শুরুতে বুঝতে পারছিলাম না আদৌ আমি পারব কিনা। তারপর মনে হলো এই চরিত্রটা আমার জন্যই লেখা হয়েছে।”
নিজের অভিনীত অনেক চরিত্রের মধ্যে দিয়েই তাঁর মাকে তিনি অনুভব করেন বলে জানালেন স্বস্তিকা। মায়ের শাড়ি বা শাঁখা, পলা অনেক চরিত্রের জন্যই ব্যবহার করেছেন তিনি। এই সিরিজ়েও অরুণার হাঁটাচলা ও কথাবার্তার ধরণ তাঁর মায়ের থেকেই অনুপ্রাণিত বলে জানালেন স্বস্তিকা।
সিরিজে স্বস্তিকার সমান গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনন্যা। সেক্ষেত্রে দুজনের মধ্যে অভিনয়ের রসায়ন বা প্রতিযোগিতা কতটা ছিল সে প্রশ্ন এসেই পড়ে। “অনন্যা ভীষণই ভালো একজন অভিনেত্রী,” জানালেন স্বস্তিকা। “আমি নিজেও ওর অভিনয়ের ভক্ত। আমার বাড়িতে সকলেই ওর ‘সুবর্ণলতা’ ধারাবাহিকের প্রত্যেকটা এপিসোড দেখার অপেক্ষায় থাকত। আমি নিজেও অনেকগুলো দেখেছি। তাই ওর সঙ্গে কাজ করা নিয়ে শুরু থেকে একটা আগ্রহ তো ছিলই। আর যাঁদের সঙ্গে কাজ করব তাঁরা যদি ভালো শিল্পী হন তাহলে নিজের অভিনয়টাও আপনিই ভালো হয়ে যায়। আমি নিশ্চয়ই এমন চাইব না যে খুব নিম্নমানের কোন সহঅভিনেতা আমার সঙ্গে কাজ করুন যেখানে শুধু আমার অভিনয়ই প্রশংসা পাবে। তাতে আমার কাজটাও ততটা ভালো হবে না। আমরা দুজনেই খুব মন দিয়ে কাজটা করেছি এটুকু বলতে পারি। যদি আমাদের কোনও একজনের অভিনয় অন্যজনের তুলনায় দর্শকদের ভালো লাগে তাহলে সবরকম সমালোচনাকে আমরা স্বাগত জানাব।”
আজ থেকে হইচইতে দেখা যাবে ‘মোহমায়া’।