সত্যজিৎ রায়কে শ্রদ্ধার্ঘ্য, আসছে সুমন মৈত্রের ‘আমি ও অপু’
RBN Web Desk: কিছুদিন আগেই তাঁর নতুন ছবি ‘ইচ্ছে উড়ান’-এর নাম ঘোষণা করেছেন সুমন মৈত্র। এই ছবির শুটিং শুরু হওয়ার কথা শীঘ্রই। তারই মধ্যে চমক দিলেন পরিচালক। বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ‘অ’ লেখা একটি পোস্টার শেয়ার করছিলেন সুমন। কিন্তু কি বা কে এই ‘অ’? জল্পনার অবসান ঘটালেন সুমন নিজেই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে ‘আমি ও অপু’ নিয়ে আসছেন সুমন।
“দীর্ঘদিন ধরেই চেষ্টায় ছিলাম সত্যজিৎ রায় পরিচালিত ‘পথের পাঁচালী’কে নিয়ে নতুন আঙ্গিকে কিছু করার,” রেডিওবাংলানেট-কে বললেন সুমন। “সত্যজিৎ যে কালজয়ী ছবি বানিয়ে গেছেন সেটি সিনেমাপ্রেমী বাঙালির কাছে সর্বকালীন প্রিয়। তাছাড়া ‘পথের পাঁচালী’ বাঙালির আবেগের সঙ্গে জড়িত।”
সত্যজিতের ছবির সঙ্গে কোনওরূপ মিল নেই ‘আমি ও অপু’র, দাবী পরিচালকের। “তাঁকে নিয়ে কোনও কাটাছেঁড়ায় যাইনি আমি,” বললেন সুমন। “আমি সম্পূর্ণ নিজের মতো করে বর্তমান সময়ের প্রেক্ষাপটে ‘পথের পাঁচালী’কে উপস্থাপন করতে চেয়েছি। তবে ‘পথের পাঁচালী’র মতোই আমার ছবির ক্ষেত্রেও অপু এবং দুর্গা ভীষণ গুরুত্বপূর্ণ দু’টি চরিত্র।”
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
শুধুমাত্র বিভূতিভূষণ নয়, সুমনের ছবিতে থাকছে রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ ও জসীমউদ্দীনের গ্রামবাংলার চিরচেনা নৈসর্গিক রূপ। ‘আমি ও অপু’র মূল ভাবনা এবং চিত্রনাট্য তাঁরই। তবে ছবির গল্প নিয়ে এখনই মুখ খুলতে নারাজ সুমন। ২০১৭-এর শেষ থেকে এই ছবির কাজে হাত দিয়েছিলেন তিনি। এতটা সময় লাগল কেন? “যেহেতু ‘আমি ও অপু’ ঋতুকেন্দ্রিক, তাই গ্রামবাংলার বিভিন্ন ঋতুকে এই ছবির মাধ্যমে তুলে ধরেছি। সেই জন্যেই বেশ অনেকটা সময় লেগেছে ছবিটা শেষ করতে,” জানালেন পরিচালক।
‘আমি ও অপু’র মূল দুই চরিত্র অপু ও দুর্গার ভূমিকায় অভিনয় করেছেন ঈশান রানা ও প্রকৃতি পূজারী। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আনন্দ চৌধুরী, সৌমিত্র ঘোষ, সুশীল শিকারিয়া, অমৃতা হালদার, ধ্রুব দেবনাথ, পার্থ মুখোপাধ্যায় ও আরাত্রিকা গুহ। ছবির সংগীত হেঁসেল সামলেছেন বাপ্পাদিত্য শুভ্র।
প্রেক্ষাগৃহে মুক্তির আগে ‘আমি ও অপু’কে বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে পাঠানোর ইচ্ছে আছে সুমনের। সত্যজিৎকে শ্রদ্ধার্ঘ্য দেবে তাঁর এই ছবি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর সত্যজিতের জন্মশতবার্ষিকীতে মুক্তি পাবে ‘আমি ও অপু’।