ছাত্র রাজনীতির ছবিতে যশ-নুসরত
RBN Web Desk: ‘আপনি কিন্তু কিছুই দেখেননি, মাস্টারমশাই।’ তপন সিংহ পরিচালিত ‘আতঙ্ক’ ছবির এই বিখ্যাত সংলাপ এখনও সিনেমাপ্রেমীদের মুখে-মুখে ফেরে। ছবিতে তাঁর ছাত্র মিহিরকে (সুমন্ত মুখোপাধ্যায়) একটি খুন করতে দেখে ফেলেন মাস্টারমশাই (সৌমিত্র চট্টোপাধ্যায়)। আর তারপরেই ভেসে আসে এই হিমশীতল সাবধানবাণী। সেই বিখ্যাত সংলাপকেই শিরোনামে রেখে সম্প্রতি কলকাতায় হয়ে গেল শিলাদিত্য মৌলিকের নতুন ছবি ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’র মহরৎ।
এই ছবির মুখ্য দুই চরিত্রে রয়েছেন নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। তাঁরা প্রথমবার একসঙ্গে জুটি বাঁধেন ‘ওয়ান’ ছবিতে। এরপর ‘এসওএস কলকাতা’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের।
আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ
ছবির কাহিনী কী নিয়ে?
ঘটনাচক্রে নিজের প্রিয় ছাত্রের খুনের সাক্ষী হয়ে যান এক মাস্টারমশাই। দুর্ভাগ্যক্রমে, খুনটা করে তাঁরই মেয়ের প্রেমিক। ছাত্র রাজনীতির টানাপোড়েন নিয়েই শিলাদিত্যর এই ছবি। পশ্চিমবঙ্গের উত্তাল ছাত্র রাজনীতির কিছু অংশ ধরা পড়বে এই ছবিতে।
কিছুদিনের মধ্যেই শুরু হবে ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’র শ্যুটিং।