সুস্মিতা-সোহমের ‘পাকা দেখা’
RBN Web Desk: কথায় বলে লাখ কথা না হলে বিয়ে হয় না। তা হতো একসময় বইকি। দুই পক্ষের আত্মীয় পরিজনের অজস্রবার দেখা সাক্ষাৎ আর যাতায়াতে দুই বাড়ির মধ্যে আত্মীয়তার বন্ধন ধীরে-ধীরে পোক্ত হতো। আজকাল যদিও বিয়ে ব্যাপারটা নিয়ে অনেকেই বেশি বাড়াবাড়ি করতে নারাজ, তবু বাঙালি বিয়ে বলতেই যেন পাকা দেখা থেকে সিঁদুরদান অবধি একটা লম্বা জার্নি। বিয়ের আগের এই চিরাচরিত অনুষ্ঠান ও তাকে ঘিরে আরও অনেক ঘটনার ঘনঘটা দেখা যাবে পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকির আগামী ছবি ‘পাকা দেখা’য়। ছবির বিভিন্ন ভূমিকায় অভিনয় করবেন সোহম চক্রবর্তী, সুস্মিতা চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, লাবণী সরকার, সুমন্ত মুখোপাধ্যায়, দোলন রায় ও দীপঙ্কর দে।
ব্যস্ত চাকুরে জয় ও তিয়াশা এই ছবির দুই মূল কুশীলব। একই অফিসপাড়ায় কাজ করার সূত্রে আলাপ হয় দুজনের। ব্যাঙ্ক কর্মচারী জয়ের জীবন যেন ঘড়ির কাঁটা মেনে চলে। সে সদা ব্যস্ত। ওদিকে কাজের চাপ সামলে তথ্যপ্রযুক্তি কর্মী তিয়াশার যেন দম ফেলার সময় হয় না। কিন্তু এসব বললে শুনছে কে! তিয়াশার বাবার জয়কে পছন্দ। তাকেই নিজের জামাই করবেন তিনি। তাই দুই পরিবারের সম্মতিতে পাকা দেখার ব্যবস্থা করতেই হয়। তারপরের কাহিনী জানা যাবে ‘পাকা দেখা’য়।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
ছবিতে সঙ্গীত পরিচালনা করবেন জিৎ গঙ্গোপাধ্যায়। গল্প ও চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাসগুপ্ত। গতকাল থেকে শুরু হয়েছে ছবির শ্যুটিং।