জঙ্গলে নামার নিষেধাজ্ঞা, এখনই আসছেন না কাকাবাবু
কলকাতা: কেনিয়ার জঙ্গলে নামার নিষেধাজ্ঞা, তাই বড় পর্দায় এখনই ফিরছেন না কাকাবাবু, এমনটাই জানালেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের কাহিনী ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ অবলম্বনে সন্তু-কাকাবাবু সিরিজ়ের পরবর্তী ছবি ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ পরিচালনা করার কথা সৃজিতের। এর আগে এই সিরিজ়ের দুটি ছবি—‘মিশর রহস্য’ (২০১৩) ও ‘ইয়েতি অভিযান’ (২০১৭)—পরিচালনা করেছিলেন সৃজিত। দুটি ছবিতেই কাকাবাবু ও সন্তুর ভূমিকায় অভিনয় করেছেন যথাক্রমে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও আরিয়ান ভৌমিক।
রেডিওবাংলানেট-কে সৃজিত জানালেন, “‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ প্রায় পুরোটাই কেনিয়ার মাসাইমারায় শ্যুট করার কথা। মূল গল্পটা এই জঙ্গলের পটভূমিতেই লেখা। কিন্তু সে দেশের সরকার কোনও গেম রিজ়ার্ভেই গাড়ি থেকে নামার অনুমতি দেয় না। শ্যুটিং যা করার, তা জিপে ঘুরেই করতে হবে। কিন্তু গল্পে আছে সন্তু ও কাকাবাবু জিপ থেকে নেমে এই জঙ্গলে মাইলের পর মাইল হেঁটে যাচ্ছে। এই অংশটাকে কোনওভাবেই ছবি থেকে বাদ দেওয়া যাবে না। তাই আমাদের বিকল্প, বিশ্বাসযোগ্য কোনও জায়গা খুঁজতে হবে। সেই জন্যই এই ছবির কাজ সাময়িকভাবে পিছিয়ে গেছে।”
বিশ্বনাথের বারাণসী, বারাণসীর বিসমিল্লাহ
তবে নেতাজী সুভাযচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য নিয়ে লেখা, অনুজ ধর ও চন্দ্রচূড় ঘোষের ‘কনানড্রাম’ অবলম্বনে ‘গুমনামী’ পরিচালনা করছেন সৃজিত। নাম ভূমিকায় থাকছেন প্রসেনজিৎ ও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। পুজোয় মুক্তি পাওয়ার কথা এই ছবির।
উল্লেখ্য, সৃজিত পরিচালিত ‘ভিঞ্চিদা’ ৫০ দিন অতিক্রম করল আজ।