শুটিং শুরু করলেন নন্দিতা-শিবপ্রসাদ
RBN Web Desk: নাম ঘোষণা করেছিলেন আগেই। আজ থেকে তাঁদের নতুন ছবি ‘রক্তবীজ’-এর শুটিং শুরু করলেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ছবির দুই মুখ্য চরিত্রে অভিনয় করছেন মিমি চক্রবর্তী ও আবীর চট্টোপাধ্যায়। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়।
‘রক্তবীজ’-এর প্রেক্ষাপট কুখ্যাত খাগড়াগড় বিষ্ফোরণ। ২০১৪ সালের ২ অক্টোবর, মহাষ্টমীর দিন বর্ধমানের খাগড়াগড়ে একটি বাড়ি ভয়ানক বিষ্ফোরণে কেঁপে ওঠে। এলাকর মানুষ জানত, সেই বাড়িতে বাজি বানানো হয়, তাই থেকেই বিস্ফোরণ। পরবর্তীকালে পুলিশ ও এনআইএ তদন্তে নেমে ওই বাড়ির মধ্যে থেকে বিস্ফোরণের সরঞ্জাম ও বোমা তৈরি জিনিস খুঁজে পায়। বাড়িটি আসলে ছিল বিস্ফোরক তৈরির কারখানা। কোথায় পাঠানো হতো সেই বোমা, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত খবরের কাগজে এই সংক্রান্ত একাধিক থিওরি প্রাকাশিত হতো। সেরকমই একটি থিওরি এই ছবির প্রেরণা বলে জানিয়েছেন শিবপ্রসাদ।
আরও পড়ুন: ৩৪ বছর পর একসঙ্গে ‘রামায়ণ’ জুটি
ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অনসূয়া মজুমদার, কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য ও দেবাশিস মণ্ডল।
পুজোয় মুক্তি পাবে ‘রক্তবীজ’।
ছবি: RBN আর্কাইভ