অতিমারীর সময়কালকে ঘিরে টাইমলুপের ছবি, মুক্তি পেল টিজ়ার
কলকাতা: গত দেড় বছর ধরে করোনার প্রকোপে গোটা বিশ্ব তটস্থ। এখনও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। এই অতিমারীর দাপটে অনেকটাই বদলে গিয়েছে মানুষের জীবনযাত্রা। মানুষের যাপনেও তার প্রভাব পড়েছে ভালোরকম। এই আবেহই রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতির নিয়ে আসছেন তাঁদের প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি ‘কালকক্ষ’। এই ছবিতে অভিনয় করেছেন তন্নিষ্ঠা বিশ্বাস, শ্রীলেখা মুখোপাধ্যায়, জনার্দন ঘোষ, অমিত সাহা, দীপ সরকার ও অহনা কর্মকার। গতকাল শহরে এক অনুষ্ঠানে মুক্তি পেল ‘কালকক্ষ’-এর টিজ়ার।
ছবিতে সংক্রামক রোগ হতে এড়িয়ে চলার জন্য এক সুদক্ষ, অথচ উদাসীন ডাক্তারকে অপহরণ করেন এক ভীত মাঝবয়সী মহিলা, এক নিঃসঙ্গ বালিকা ও এক স্মৃতিভ্রষ্ট প্রবীণা। অপহরণকারীদের হাত থেকে মুক্তি লাভের চেষ্টা করতে গিয়ে ডাক্তার বুঝতে পারেন, তিনি এক অদৃশ্য শক্তির জালে শুধু স্থান নয়, কাল অর্থাৎ সময়ের কক্ষেও আটকে পড়েছেন। “ম্যাজিক রিয়েলিজ়ম ও জীবন ভীতির মিশেল ঘটেছে এই ছবিতে। এই দুইয়ের মাধ্যমে অতিমারীর আতঙ্ক ও স্থবির সময়কে তুলে ধরা হয়েছে। এছাড়া বিভিন্ন শাশ্বত সত্যের অনুসন্ধান করে এই ছবিটি,” সংবাদমাধ্যমকে জানালেন রাজদীপ।
আরও পড়ুন:নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ
‘কালকক্ষ’-এর কাহিনীকারও রাজদীপ ও শর্মিষ্ঠা। এর আগে বেশ কিছু তথ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্যের ছবি নির্মাণ করেছেন তাঁরা। তাঁদের পরিচালিত ছোট ছবি ‘অ্যাট দ্য ক্রসরোডস: নন্দন বাগচী লাইফ অ্যান্ড লিভিং’ জাতীয় পুরস্কার পেয়েছিল।
গত বছর অতিমারী না এলে টাইমলুপ, অ্যাপোক্যালিপ্সের মতো ভাবনা কেবলমাত্র বইয়ের পাতা আর কল্পনাতেই সীমাবদ্ধ রয়ে যেত বলে মনে করেন রাজদীপ। “গত বছর যখন লকডাউন শুরু হয়, তখন মানুষ শুধু গৃহবন্দি নয়, সময়ের ফাঁদেও বন্দি হয়ে পড়ে। অনেকেরই মনে হতে থাকে তাঁরা প্রতিদিন একই দিন যাপন করছেন। অতিমারীর প্রভাবে মানুষ যেন সাধারণ মানবিকতাবোধ, সম্ভ্রম, শ্রদ্ধা, স্নেহ সবই হারিয়ে গিয়েছে। বিভিন্ন মানুষের বিপরীত চরিত্রও বেরিয়ে এসেছে এই অতিমারীর সময়ে। আমরা এই পরিপ্রেক্ষিতেই এখনের সঙ্গে চিরন্তনকে জোড়ার চেষ্টা করেছি।”
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
তাঁর অভিনীত চরিত্রটিতে অনেকগুলো স্তর আছে বলে জানালেন তন্নিষ্ঠা। “এই ধরণের পরীক্ষামূলক ছবি বাংলায় আগে হয়নি। এই ছবি আমাদের বাস্তব অবস্থানকে বুঝিয়ে দেয়। মানুষ সময়কে বেঁধে রেখেছে, নাকি সময় মানুষকে বেঁধে রেখেছে, তার উত্তর দেবে এই ছবি,” জানালেন তিনি।
ছবির টিজ়ার মুক্তি উপলক্ষে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিচালক গৌতম ঘোষ। অতিমারীর সময়কালকে চলচ্চিত্রের মাধ্যমে ধরে রাখা উচিত বলে মনে করেন তিনি।
‘কালকক্ষ’-এর চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন রাণাপ্রতাপ কারফর্মা। আবহ তৈরি করেছেন অভিজিৎ কুণ্ডু।
দীপাবলির সময় মুক্তি পেতে পারে ছবিটি।