‘হনিমুন’-এ গিয়ে বিপদে শন-ঐশ্বর্য

RBN Web Desk: বিয়ে এবং তার কিছুদিন পর হনিমুন। শতকরা নব্বই শতাংশ দাম্পত্যে এ এক মধুর সময়। বিয়ে এবং তার পরবর্তী সময়কাল নিয়ে সদ্য বিবাহিত পাত্র এবং পাত্রী উভয় পক্ষেই থাকে নানারকম অজানা আনন্দের হাতছানি। কিন্তু সবক্ষেত্রে হয়তো তেমনটা ঘটে না। হয়তো একটু অন্যরকম কিংবা এলোমেলো হয়ে যায় স্বপ্নের দিনগুলো। এমনই এক অচেনা আতঙ্কের কাহিনি নিয়ে আসছে পরিচালক সৌমিক চট্টোপাধ্যায়ের থ্রিলার ওয়েব সিরিজ় ‘হনিমুন’। অভিনয়ে রয়েছেন শন বন্দোপাধ্যায়, ঐশ্বর্য সেন, সুব্রত দত্ত, অদৃজা ঘোষ (শিশুশিল্পী), অনু চট্টোপাধ্যায়, সুমি চক্রবর্তী ও তরুণ চক্রবর্তী। 

সিরিজ়ের কাহিনি নবদম্পতি ঈশান ও রঞ্জিনীকে নিয়ে। বিয়ের কয়েকমাস পরে তারা হনিমুনে যায়। সেখানে গিয়ে শেখর নামে এক ব্যক্তির সঙ্গে তাদের আলাপ হয়। এরপর থেকেই ঈশান ও রঞ্জিনীর মধ্যে নানারকম সমস্যা তৈরি হতে থাকে। নিজেদের মধ্যে ঢেকে রাখা নানা গোপনীয়তার মুখোশ খুলে যেতে থাকে একে-একে। রঞ্জিনীর ওপর কেউ কি নজর রেখে চলেছে? ঈশানকে সে কিছুই জানাতে পারে না। তবে কি রঞ্জিনীর অতীতের কোনও ছায়া তার বর্তমানকে গ্রাস করতে চাইছে? 

আরও পড়ুন: সৃজিতের ওয়েব সিরিজ়ে খলচরিত্রে দেবরাজ

শন রয়েছেন ঈশানের ভূমিকায়। তিনি জানালেন, “এটা আমার প্রথম ওয়েব সিরিজ়। তাই উত্তেজনার পাশাপাশি একটু ভয়ও লাগছে। বিশাখাপত্তনম ও আরাকুর মতো অসাধারণ সব লোকেশনে এরকম একটা টিমের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা সত্যি ভোলার নয়।” 

পরিচালকের সঙ্গে ঐশ্বর্যর এটা দ্বিতীয় কাজ। “সৌমিকদা আমার প্রিয়তম পরিচালকদের মধ্যে অন্যতম,” বললেন ঐশ্বর্য। “সুব্রতদা আর শনের সঙ্গে এটা আমার প্রথম কাজ. দুজনেই অসম্ভব ভালো কাজ করেছে। তাছাড়া সুব্রতদার মতো অভিনেতা সঙ্গে থাকা মানেই কাজ শেখার প্রচুর সুযোগ থাকে।”

হনিমুন

সিরিজ়ে সুব্রতর লুক

সুব্রত রয়েছেন শেখরের ভূমিকায়। তিনি জানালেন, “আমার একবারই বিয়ে হয়েছে, তবে প্রেমে একাধিকবার পড়েছি। আর এই শেষবার পড়লাম ‘হনিমুন’ করতে গিয়ে। আরাকু, ভাইজ়াগ আর বোরা কেভসের প্রেমে। এরকম একটা চরিত্রে আমাকে ভাবার জন্য আমি কৃতজ্ঞ।” 

সৌমিক বললেন, “ঐশ্বর্যের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এক অসহায় পরিস্থিতিতে লড়াই চালিয়ে যাওয়া রঞ্জিনীর চরিত্রে ও খুব ভালো কাজ করেছে। সুব্রতর সঙ্গে এটা আমার তৃতীয় কাজ। জটিল চরিত্রে সুব্রত চিরকালই অনবদ্য। শনের সঙ্গে এই প্রথমবার কাজ করলাম। কিন্তু এরকম একটা সিরিয়াস চরিত্রে ওর অভিনয় আমাকে অবাক করেছে।”

আরও পড়ুন: জয়সলমেরে সত্যজিৎ রায়ের মূর্তি, উদ্যোগী রাজস্থান সরকার

সিরিজ়ের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সৌমিত দেব। চিত্রগ্রহণে আছেন মধুসূদন শি ও আকাশ শেট্টি। আবহ সঙ্গীত করেছেন প্রাঞ্জল-শমীক। সম্পাদনায় আছেন কৌস্তুভ সরকার। 

ক্লিক ডিজিটাল মাধ্যমে কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে ‘হনিমুন’।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *