পুজোর ‘গুলদস্তা’, মুক্তি পেল ট্রেলার

RBN Web Desk: দীর্ঘ লকডাউন পর্ব পার করে অবশেষে খুলছে প্রেক্ষাগৃহ। মুক্তি পেতে চলেছে পরিচালক অর্জুন দত্তের দ্বিতীয় ছবি ‘গুলদস্তা’। ছবির তিন মুখ্য চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায় ও দেবযানী চট্টোপাধ্যায়। এছাড়া রয়েছেন অনুভব কাঞ্জিলাল, অনুরাধা মুখোপাধ্যায়, ঈশান মজুমদার ও অভিজিৎ গুহ। সম্প্রতি শহরে মুক্তি পেল এই ছবির ট্রেলার। উপস্থিত ছিলেন ছবির শিল্পী ও কলাকুশলীরা। 

ডলি (স্বস্তিকা), শ্রীরূপা (অর্পিতা) ও রেণু (দেবযানী), এই তিন নারীর জীবনকে কেন্দ্র করে ‘গুলদস্তা’র কাহিনী আবর্তিত। ডলি একজন অবাঙালি সেলসগার্ল। কাজের সূত্রে যখন রেণু  ও শ্রীরূপার সঙ্গে তার আলাপ হয় তখন তারা দুজনেই নিজেদের জীবনের নানা টানাপোড়েনে জর্জরিত। শ্রীরূপার বিবাহিত জীবন ওপর থেকে ঠিকঠাক লাগলেও স্বামী অর্ণবের (ঈশান) সঙ্গে নানা বিষয়ে তার অশান্তি লেগেই থাকে। ওদিকে রেণুর স্বামী ব্যস্ত মানুষ হওয়ায় তাকে একা হাতেই সংসার সামলাতে হয়। সবরকম দায়িত্ব হাসিমুখে পালন করলেও ড্রাগের আসক্তি থেকে ছেলেকে বাঁচাতে ব্যর্থ হয় রেণু।। ডলির সান্নিধ্যে এসে কীভাবে পাল্টে যায় শ্রীরূপা ও রেণুর জীবন, সেই নিয়েই ‘গুলদস্তা’। 

ছবিতে ডলি চরিত্রটি অনেকটা মুশকিল আসানের কাজ করবে কি? “যার জীবনে সব থাকে সে সুখী হয় না, আবার যার জীবনে প্রায় কিছুই থাকে না সে সকলকে আনন্দ দিয়ে বেড়ায়। এটাই এ ছবির মূল কথা। স্বস্তিকাদির চরিত্রটা একজন মাড়ওয়ারি মহিলার, যাকে জীবেন প্রচুর স্ট্রাগল করতে হয়। এরকম চরিত্র আমি ছোটবেলায় দেখেছি। বাড়িতে আসতেন এটাসেটা বেচতে, যাদের না বলা যেত না। এখানে ডলিও তাই। যাকে মুখের ওপর না বলা যায় না। গল্পটা খুব সহজ সরল, আশা করব সকলের ভাল লাগবে,” রেডিওবাংলানেট-কে জানালেন অর্জুন। 




“টেলিভিশনে আমাকে নেগেটিভ চরিত্র ছাড়া ভাবা হয় না, অর্জুন আমাকে খুব সুন্দর একটা পজ়িটিভ চরিত্র দিয়েছে। এটা নিয়ে আমি খুব খুশি,” বললেন দেবযানী। “রেণু চরিত্রটা আপাতভাবে সুখী হলেও ছেলেকে নিয়ে একটা কষ্ট রয়েছে তার মধ্যে। সেটাকে সে কীভাবে অতিক্রম করবে সেটাই দেখা যাবে ছবিতে। ‘গুলদস্তা’ খুব সাধারণ তিনটে মেয়ের গল্প, যার সঙ্গে অনেকেই নিজেদের রিলেট করতে পারবেন।”

ছবিতে অর্ণব একজন কর্পোরেট চাকুরে। স্ত্রীর সঙ্গে তার সম্পর্কে কিছু টানাপোড়েন থাকলেও সে মানিয়ে চলার চেষ্টা করে। কিন্তু শ্রীরূপা এমন কিছু কাজ করে যেগুলো সে পছন্দ করে না। “এই ছবিটা আমার কেরিয়ারের জন্য খুব গুরুত্বপূর্ণ, খুব মন দিয়ে করেছি কাজটা। লকডাউন শুরু হওয়ার পর আমি খুব টেনশনে ছিলাম যে যদি ছবিটা মুক্তি না পায়। যাই হোক দেরিতে হলেও ছবিটা প্রেক্ষাগৃহে আসছে,” জানালেন ঈশান।

আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ

অর্জুনের প্রথম ছবি ‘অব্যক্ত’তে অর্পিতার ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন অনুভব। এই ছবিতে তিনি দেবযানীর ছেলের ভূমিকায়। “একজন নেশাগ্রস্তের চরিত্রে অভিনয় করার জন্য অনেকটা ওজন কমিয়েছিলাম, চুল বাড়াতে হয়েছিল। আমার ছুঁচে খুব ভয়, তাও অর্জুনের কথা শুনে কান ফুটো করতে হয়েছে। এসবই শুধু চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য। দেবযানীদির সঙ্গে আমার অভিনয় রসায়ন খুবই ভালো। তাই কাজ করাটা অনেক সহজ হয়ে গিয়েছিল,” জানালেন অনুভব। 

২১ অক্টোবর মুক্তি পেতে চলেছে ‘গুলদস্তা’।

 

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *