এদেশে সবকিছুই হাস্যকর, পুরস্কারের মনোনয়ন ফিরিয়ে বিস্ফোরক স্বস্তিকা
RBN Web Desk: বর্তমানে এদেশের সবকিছুই হাস্যকর হয়ে উঠেছে বলে মনে করেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। রাজনীতি, শিল্পকলা বা পুরস্কার মনোনয়ন, সবকিছুই হাস্যকর ঠেকছে তাঁর কাছে। সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের তরফ থেকে এবছর সেরা সহঅভিনেত্রীর জন্য মনোনীত হয়েছেন তিনি। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘শাহজাহান রিজেন্সি’ ছবিতে কমলিনীর চরিত্রে অভিনয় করার জন্য এই পুরস্কারের জন্য বিবেচিত হন স্বস্তিকা।
সোশ্যাল মিডিয়ায় সৃজিত এই খবর জানাতেই ক্ষোভে ফেটে পড়েন স্বস্তিকা। তাঁর মতে, সৃজিতের ছবিতে তিনিই ছিলেন মূল অভিনেত্রী। তাই সেরা সহঅভিনেত্রী হিসেবে তাঁর মনোনয়ন সম্পূর্ণ অযৌক্তিক, মনোনয়ন প্রত্যাখ্যান করে টুইট করেন স্বস্তিকা। যেহেতু ‘শাহজাহান রিজেন্সি’তে তিনি কোনওরূপ পার্শ্বচরিত্রে অভিনয় করেননি তাই এই মনোনয়ন এবং কোনওরূপ পুরস্কার তিনি গ্রহণ করবেন না বলে জানান।
Since I didn’t support anyone in the film I refuse to accept this nomination & any award for the same. Everything has become a joke in this country. Whether it’s Art or Politics or Awards. Do hell with it. https://t.co/XX139Mu55T
— Swastika Mukherjee (@swastika24) January 6, 2020
তাঁর এই অবস্থানকে সমর্থন করেছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায় সহ আরও অনেকে। প্রসঙ্গত আবির নিজেও ছিলেন ‘শাহজাহান রিজেন্সি’তে। ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত, মমতা শংকর, অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, ঋত্বিকা সেন ও কাঞ্চন মল্লিক।
আরও পড়ুন: আরামপ্রিয় বাঙালির ল্যাদ এবার অ্যানিমেশনে
সেরা সহঅভিনেত্রী ছাড়াও ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন পুরস্কারের চারটি বিভাগে মনোনয়ন পেয়েছে ‘শাহজাহান রিজেন্সি’।