এই অভিযান থেকে যাবে মননে: যিশু
RBN Web Desk: শিল্পী হয়ে ওঠা মুখের কথা নয়। এক জীবনে অসংখ্য জীবন বাঁচা সহজ বিষয় নয়। মঞ্চে দাঁড়িয়ে দর্শকাসনের শেষ সারিতে বসা মানুষগুলোকেও ছুঁয়ে যেতে পারেন একজন শিল্পী। শুধু তাই নয়, জীবনের ওপারে দাঁড়িয়েও দর্শকের মননে থেকে যেতে পারেন একজন শিল্পীই।
১৫ নভেম্বর, ২০২০। বাঙালিকে আবেগে ভাসিয়ে জীবনের ওপারে সরে দাঁড়ালেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তবে শুধু বাঙালি নয়, তাঁর মতো শিল্পীর শিল্পকে অনুকরণ করেন দেশে-বিদেশের অনেক তরুণ তুর্কী, আজও, নিঃশব্দে। সৌমিত্র যখন নিজের জীবনের শেষের কবিতা লিখতে মশগুল তখনই ভাবনা এসেছিল ‘অভিযান’–এর। বস্তত অভিযান হলো তাঁর জীবন অবলম্বনে বায়োপিক। প্রথমে নিমরাজি থাকলেও পরের দিকে নিজে এ বিষয়ে উদ্যোগী হয়েছিলেন। তাই অর্ধশতকের ব্যবধানে দুই ‘অভিযান’-এর সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তাঁর নাম।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
ছয় দশকেরও বেশি অভিনয় জীবন। থিয়েটার, চলচ্চিত্র, বাচিকশিল্প, এমনকি অধিকার আদায়ের মিছিলেও পা মিলিয়েছেন তিনি। এহেন একজন মানুষের জীবন আড়াই ঘণ্টার একটি ছবিতে তুলে ধরা দুরূহ কাজ সন্দেহ নেই। তবু সেই চেষ্টাই করেছেন পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। অভিনেতার থেকেও বেশি ব্যক্তি সৌমিত্র থাকছেন তাঁর ‘অভিযান’-এ। সৌমিত্রের যুবাবয়সের চরিত্রে রয়েছেন যিশু সেনগুপ্ত। অন্যান্য চরিত্রে রয়েছেন পাওলি দাম, বাসবদত্তা চট্টোপাধ্যায়, সোহিনী সরকার, রুদ্রনীল ঘোষ, সোহিনী সেনগুপ্ত, পদ্মনাভ দাশগুপ্ত ও আরও অনেকে। পরমব্রত নিজেও রয়েছেন এই ছবিতে।
অনুষ্ঠানে টিম ‘অভিযান’
সম্প্রতি কিংবদন্তী শিল্পীর প্রতি শ্রদ্ধার্ঘ্য স্বরূপ একটি বুকমার্ক প্রকাশিত হলো কলকাতায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুলাল লাহিড়ী, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, যিশু, পরমব্রত, বাসবদত্তারা। সৌমিত্রের বইয়ের প্রতি ভালোবাসার কথা স্মরণে রেখেই এই উদ্যোগ।
হিন্দি ছবির দিকে তাকালে সাম্প্রতিককালে বায়োপিকের বহু উদাহরণ পাওয়া যায়। ‘সঞ্জু’ নিয়ে বেশ চর্চা হয়েছিল। সেখানে সঞ্জয় দত্তের চরিত্র, তাঁর জীবনের কথা ফুটিয়ে তুলেছিলেন রণবীর কাপুর।
আরও পড়ুন: কানে সত্যজিতের দশ
তবে ‘অভিযান’ অন্যরকম কারণ এতে সৌমিত্র নিজে রয়েছেন। তিনি নিজেই চেয়েছিলেন যিশু তাঁর চরিত্রে অভিনয় করুন। যিশুর অভিনয় দেখে তারিফ করে বলেছিলেন, ফাটিয়ে দিয়েছিস। সেই স্মৃতিই ফিরে এল যিশুর কথায়। বললেন, ”এর থেকে বড় পাওনা বোধহয় আর কিছু হয় না। এই অভিযান থেকে যাবে মননে।”
রেডিওবাংলানেট-কে পরমব্রত জানালেন, “অতিমারীর কারণে গত দু’বছরে অনেক ছবির কাজই আটকে গিয়েছিল। এখন বছরে যতগুলো শুক্রবার, তার থেকে বেশি ছবি মুক্তি পাবে। তাই লড়াইটা থেকেই যাবে। এর মধ্যে বড় ঘটনা সৌমিত্রজ্যেঠুর চলে যাওয়া। সেটা আমাদের সকলকেই ভীষণভাবে নাড়া দিয়েছে। তবে ওনার শ্যুটিংয়ের কাজটা শেষ হয়ে গিয়েছিল। ছবির ফাইনাল ড্রাফ্টও উনি দেখে গিয়েছিলেন। সাউন্ডের কাজে অবশ্য আমাদের বেশ বেগ পেতে হয়েছে।”
আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ
বাংলা ছবির ভবিষ্যত নিয়ে অনেক চর্চা শোনা যায় বিভিন্ন মহলে। বৈশাখের প্রাক্কালে বাংলা, হিন্দি, তামিল অনেক ছবিই বড়পর্দায় আসতে চলেছে। সেক্ষেত্রে ‘অভিযান’ নিয়ে আশাবাদী পরমব্রত। “আমার মনে হয় সেই দিন দূরে নেই যখন দক্ষিণী সিনেমা ভাববে যে এই শুক্রবার বাংলা ছবির মুক্তি আছে। এই মুহূর্তে সরকারও সচেতন হয়েছেন, সেটা নিঃসন্দেহে ভালো পদক্ষেপ। দেশের সব জায়গায় সব ভাষার ছবির মুক্তি পাওয়ার অধিকার আছে। কিন্তু যেটা যে প্রদেশের ভাষা, সেই ভাষার অগ্রাধিকার না থাকলেও অন্তত সমানাধিকার থাকা উচিত,” মনে করেন পরমব্রত।
ইন্ডাস্ট্রির অনেক পরিচিত, প্রতিষ্ঠিত নাম ‘অভিযান’-এ ছোট-ছোট চরিত্রে অভিনয় করেছেন। সেটা অবশ্যই সৌমিত্রের জন্যই। তাই আবেগটাও আকাশছোঁয়া।
আগামীকাল মুক্তি পেতে চলেছে ‘অভিযান’।
ছবি: গার্গী মজুমদার/প্রতিবেদক