কানে সত্যজিতের দশ
RBN Web Desk: কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সত্যজিৎ রায়ের ১০টি ছবি দেখানো হবে। এই বিষয়ে উৎসব কর্তৃপক্ষ ভারত সরকারের সঙ্গে প্রাথমিক কথাবার্তাও সেরে ফেলেছেন বলে সূত্রের খবর। জন্মশতবর্ষে সত্যজিতকে শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ নিয়েছে উৎসব কর্তৃপক্ষ।
বিশ্বব্যাপী মহামারীর কারণে গত বছর কান চলচ্চিত্র উৎসব পিছিয়ে গিয়েছিল। মে মাসের পরিবর্তে তা অনুষ্ঠিত হয় জুলাইয়ে। এ বছর ১২ দিন ব্যাপী উৎসব ১৭ মে শুরু হবে।
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
১৯৫৬ সালে কানেই সেরা মানবিক দলিলের (হিউম্যান ডকুমেন্ট) শিরোপা পেয়েছিল সত্যজিতের ‘পথের পাঁচালী’। সেটাই ছিল তাঁর পাওয়া প্রথম কোনও আন্তর্জাতিক পুরস্কার।
উৎসবে সত্যজিতের কোন ১০টি ছবি দেখানো হবে তা নিয়ে আপাতত কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করছেন কান কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে ‘পথের পাঁচালী’, ‘অপরাজিত’, ‘অশনি সংকেত’, ‘প্রতিদ্বন্দ্বী’, ‘চারুলতা’, ‘ঘরে বাইরে’ ও ‘গণশত্রু’ দেখানো হতে পারে। তবে ফিল্মস ডিভিশনের এক কর্তা জানিয়েছন কোনও ছবিই এখনও চূড়ান্ত নয়। শীঘ্রই যে ১০টি ছবি দেখানো হবে, তার তালিকা প্রকাশ করা হবে।