উত্তমরূপী শাশ্বতর সঙ্গে বার্লিন চললেন ‘সত্যজিৎ’ প্রিয়াংশু
RBN Web Desk: সালটা ১৯৬৬। বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গেলেন উত্তমকুমার ও সত্যজিৎ রায়। সেখানে বিশেষ জুরি পুরস্কার পেল সত্যজিৎ পরিচালিত ‘নায়ক’। উত্তমকুমারের অভিনয় জীবনের অন্যতম শ্রেষ্ঠ কাজ বলে ধরা হয় এই ছবিটিকে। সেই ঘটনার পুনরাবৃত্তি দেখা যাবে পরিচালক অতনু বসুর ‘অচেনা উত্তম’-এ। ছবিতে উত্তমকুমারের ভূমিকায় অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। সত্যজিতের চরিত্রে রয়েছেন প্রিয়াংশু চট্টোপাধ্যায়। অন্যান্য ভূমিকায় রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (সুচিত্রা সেন), শ্রাবন্তী চট্টোপাধ্যায় (গৌরী দেবী), সায়ন্তনী রায়চৌধুরী (সুপ্রিয়া চৌধুরী), দিতিপ্রিয়া রায় (সাবিত্রী চট্টোপাধ্যায়), সম্পূর্ণা লাহিড়ী (সুমিত্রা মুখোপাধ্যায়), বিশ্বনাথ বসু (তরুণকুমার), রাতাশ্রী দত্ত (শর্মিলা ঠাকুর), তীর্থরাজ বসু (অল্পবয়সী উত্তম), স্নেহা দাস (অল্পবয়সী গৌরী দেবী), অরিন্দোল বাগচী (সলিল দত্ত), অনুভব কাঞ্জিলাল (গৌতম চট্টোপাধ্যায়), শিবাশিস বন্দ্যোপাধ্যায় (ডঃ লালমোহন মুখোপাধ্যায়) ও সুপ্রিয় দত্ত (বশির আহমেদ)।
ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন উপালি চট্টোপাধ্যায়। সম্প্রতি কলকাতার একটি ক্লাবে হয়ে গেল ছবির সঙ্গীত প্রকাশ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ছবির শিল্পী ও কলাকুশলীদের মধ্যে অনেকেই। এছাড়াও ছিলেন রাঘব চট্টোপাধ্যায়, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, চিরন্তন বন্দ্যোপাধ্যায়, দেবারতি দাশগুপ্তরা। শিল্পীদের কণ্ঠে শোনা গেল পুরোনো দিনের বাংলা গান।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
উত্তমের মৃত্যুর পর কেটে গেছে ৪২ বছর। অথচ এখনও বাঙালি দর্শকের হৃদয়ে তাঁর উজ্জ্বল উপস্থিতি। উত্তমকুমার বলতেই দর্শক পর্দায় দেখা সেই সুদর্শন অভিনেতা বা তাঁকে কেন্দ্র করে নানা রটনার কথা জানেন। মানুষ উত্তমকে নিয়ে সেভাবে কোনও কাজ এখনও হয়নি বলেই মনে করেন অতনু। এই ছবিতে সেই দুরূহ কাজটিই তিনি করেছেন বলে তাঁর দাবি।
ছবির সঙ্গীত প্রকাশ অনুষ্ঠানে শিল্পী ও কলাকুশলীদের একাংশ
ছবিতে থাকবে উত্তমের ব্যক্তিগত জীবনের নানা ঘটনা, যেমন তাঁর বাড়ির দুর্গাপুজো বা দোল উৎসবের কথা। এমনকি মৃত্যুর পর যে ঘরে তাঁর মরদেহ রাখা হয়েছিল সেই ঘরটিকেও দেখাবেন পরিচালক। এছাড়াও উল্লেখযোগ্য পরিচালকদের সঙ্গে উত্তমের কাজ ও নানা ছবির গল্পও উঠে আসবে। বাঙালি দর্শকের চেনা নায়ক নয় বরং মানুষ উত্তমের অচেনা দিকই বেশি করে উঠে আসবে এই ছবিতে, এমনটাই জানালেন অতনু।
কলকাতা ছাড়াও ছবির শ্যুটিং হয়েছে দার্জিলিং, টংলিং ও অন্যত্র।
করোনা অতিমারীর জন্য বেশ কয়েকবার পিছিয়ে গিয়েছে ছবির মুক্তি। অবশেষে ২৪ জুন প্রেক্ষাগৃহে আসছে ‘অচেনা উত্তম’।