নীলাচলে রহস্য খুঁজছেন অঞ্জন, যেতে পারেন জঙ্গলেও
RBN Web Desk: গতবার ছিল দার্জিলিং, এবার পুরী। না, পুজোর ছুটিতে বেড়ানো নিয়ে নয়, কথা হচ্ছে অঞ্জন দত্তের পরিচালনায় মার্ডার সিরিজ়ের আগামী সিজ়ন নিয়ে। গত বছর মুক্তি পাওয়া ওয়েব সিরিজ় ‘মার্ডার ইন দ্য হিলস’-এর প্রেক্ষাপট ছিল দার্জিলিং। এবারের পর্ব ‘মার্ডার বাই দ্য সি’। এবার নীলাচলে রহস্য খুঁজে বেড়াবে অঞ্জন ও তাঁর দলবল। এই সিজ়নে অভিনয় করেছেন অনন্যা চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, পায়েল সরকার, সুপ্রভাত দাস, সুজন মুখোপাধ্যায়, তৃণা সাহা ও রূপঙ্কর বাগচী। অঞ্জন নিজেও রয়েছেন একটি বিশেষ চরিত্রে।
কিন্তু পাহাড় থেকে একেবারে সমুদ্রতটে নেমে আসার কারণ কী? “কারণ আমরা বাঙালির প্রিয় ট্যুরিস্ট স্পটগুলোকে মাথায় রেখে এই সিরিজ়টাকে এগিয়ে নিয়ে যেতে চাই,” রেডিওবাংলানেট-কে জানালেন অঞ্জন। “দার্জিলিং যেমন বাঙালির খুব প্রিয় একটা ছুটি কাটানোর জায়গা তেমনই পুরীতেও বাঙালি সারাবছর বেড়াতে যায়। আমরা পাহাড়, সমুদ্র, জঙ্গল, নদী, মরুভূমির মতো সবকটা প্রাকৃতিক দ্রষ্টব্য স্থানকে মাথায় রেখেছিলাম। এমন কোনও জায়গা যেখানে এক রাতের ট্রেনে যাওয়া সম্ভব, সেখানে সাত-আটটা চরিত্রকে নিয়ে গল্প এগোবে। দার্জিলিংয়ের পর আমাদের পুরীর কথা মাথায় এলো।”
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
আগের সিজ়নের তিনজন অভিনেতা অর্জুন, সুপ্রভাত ও অঞ্জন নিজে রয়েছেন ‘মার্ডার বাই দ্য সি’-এ। তবে প্রত্যেকের পরিচয় ও চরিত্র আলাদা হবে বলে জানালেন অঞ্জন।
আগের কাহিনীর সঙ্গে এবারের কি কোনও মিল থাকছে? “গল্পে কোনও মিল নেই। মিল বলতে এটুকুই যে বাঙালির প্রিয় একটা গন্তব্যে একটি হত্যাকে ঘিরে রহস্য তৈরি হচ্ছে। গল্পের চরিত্ররা বেশিরভাগই ওখানকার বাসিন্দা। চরিত্রগুলোর মধ্যে থেকে একজন, যে পেশাদার গোয়েন্দা নয়, সে এই রহস্যের সন্ধান করবে। সেটা কে হতে চলেছে সেটা আশা করি ট্রেলার বেরোলেই দর্শকরা বুঝতে পারবেন,” বললেন অঞ্জন।
অর্থাৎ সাংবাদিকরূপে অর্জুন আগের সিজ়নে রহস্যের সমাধান করলেও এখানে তিনি অন্য চরিত্রে থাকতে পারেন।
আরও পড়ুন: বেহিসেবী জীবনযাপন, আজ স্মৃতির অতলে সৌমিত্র
পুরী বলতে বাঙালি যা বোঝে তা হলো সমুদ্র আর জগন্নাথের মন্দির। তবে মন্দির বা সেই সংক্রান্ত কোনও প্রসঙ্গ সিরিজ়ে তেমনভাবে আসবে না বলেই জানালেন অঞ্জন। “মন্দির ছাড়াও আর যে কারণে পুরী বিখ্যাত সেই গজা, সমুদ্র বা স্বর্গদ্বার এলাকা কিংবা পিপলি এগুলো সবই থাকবে,” জানালেন অঞ্জন।
অঞ্জনের অন্যান্য ছবি বা সিরিজ়ের মতো এখানেও গান থাকবে বলে জানালেন পরিচালক। তবে এবার তাঁর নিজের কণ্ঠে কোনও গান থাকছে না। রবীন্দ্রসঙ্গীত ও আধুনিক গান থাকবে বলে জানালেন অঞ্জন।
পরের রহস্য তাহলে কোথায় হতে চলেছে? “পরেরটা হয়তো জঙ্গলে হবে, সুন্দরবনেও হতে পারে,” বললেন অঞ্জন।
আর কিছুদিনের মধ্যে ‘মার্ডার বাই দ্য সি’-এর ট্রেলার মুক্তি পাবে ।