যাঁরা আমাকে কদর্য ভাষায় আক্রমণ করেছেন, তাঁদের ভালো হোক: লামা

কলকাতা: “প্রতিটি পেশার মানুষেরই রাজনৈতিকভাবে সচেতন হওয়া উচিত, বিশেষ করে অভিনয়ের ক্ষেত্রে তো রাজনীতি সচেতনতা থাকা অবশ্য কর্তব্য,” এমনটাই মনে করেন অভিনেতা লামা হালদার। সম্প্রতি লামা সহ বাংলা বিনোদন জগতের একাধিক শিল্পী ও কলাকুশলী ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগদান করেছেন। এই জন্য তাঁর বিশেষ পরিচিত কিছু মানুষের ক্রমাগত আক্রমণে বড়ই ব্যাথিত হয়েছেন তিনি, জানালেন লামা।

সম্প্রতি ভারতের বিভিন্ন প্রান্তে ঘটে চলা ক্রমবর্ধমান হিংসা ও অশান্তির বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা এক খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন আদুর গোপালকৃষ্ণণ, মণি রত্নম, রামচন্দ্র গুহ, অপর্ণা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, অনুরাগ কাশ্যপ, বিনায়ক সেন, কঙ্কনা সেনশর্মা, রেবতী, শ্যাম বেনেগল, শুভা মুদগল, রূপম ইসলাম, অনুপম রায়, অঞ্জন দত্ত ও গৌতম ঘোষের মত বিশিষ্টজনেরা। সেই চিঠির প্রেক্ষিতে দেশের রাজনৈতিক মহলে ঝড় বয়ে গেছে গত দু’দিনে।

গান শেষ আর জান শেষ তো একই কথা রাজামশাই

“কে কোন রাজনীতিতে বিশ্বাস করবে সে কথা আলাদা। সমাজে ভিন্ন মতধারার মানুষ থাকবেন। সেখানে মতভেদ থাকবে, তর্ক হবে কিন্তু শত্রুতা থাকবে না। এটাই তো গণতান্ত্রিক পরিস্থিতি হওয়া উচিত। অভিনয়ের ‘অ’টুকুও রপ্ত হয়নি এরকম অভিনেতা-অভিনেত্রীরা যখন তৃণমূল কংগ্রেসের মঞ্চের একেবারে সামনের সারিতে বসে থাকেন, আর বাংলা চলচ্চিত্র জগতে একটি অবৈধ জোট তৈরি করে যোগ্য শিল্পী ও কলাকুশলীদের অপমান করেন তখন কোথায় থাকে এই ‘বিশিষ্টজন’দের প্রতিবাদ,” সংবাদমাধ্যমকে প্রশ্ন করেন লামা।

কোনওদিন কোনও রাজনৈতিক দলের থেকে সুবিধা নেননি বলে দাবী করেন এই অভিনেতা। “আমার বিজেপিতে যোগদানের পর যাঁরা আমাকে কদর্য ভাষায় আক্রমণ করেছেন, তাঁদের ভালো হোক। ব্যক্তিগত আক্রমণ ছেড়ে যাঁরা এই বিরোধিতা করছেন তারাও আসুন সবাই মিলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে দুর্নীতিমুক্ত করি। কু-ভাষা প্রয়োগ না করে আমার রাজনৈতিক ধর্ম আমাকে পালন করতে দিন আর আপনারটা আপনি করুন,” বললেন লামা।

যে জন থাকে মাঝখানে

তবে অপর্ণা-সৌমিত্রদের চিঠির জবাবে আজ এক পাল্টা খোলা চিঠি দিয়েছেন দেশের সংস্কৃতি জগতের ৬১ জন। এই চিঠিতে স্বাক্ষর করেছেন বিশ্বমোহন ভট্ট, প্রসূন যোশী, মধুর ভান্ডারকর, কঙ্গনা রানাওয়াত ও পল্লবী যোশীর মত বিশিষ্টরা। অভিনেত্রী পার্নো মিত্র ও প্রবীণ অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ও সই করেছেন এই চিঠিতে।

ছবি: এবেলা

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *