অন্তরঙ্গ দৃশ্যে ‘না’, রাজ কাপুরকে ফিরিয়ে দিয়েছিলেন পদ্মিনী
RBN Web Desk: ‘রাম তেরি গঙ্গা ম্যায়লি’ ছবির জন্য নায়িকা খুঁজছিলেন রাজ কাপুর। পছন্দ হয়ে গেল তাঁর ‘প্রেম রোগ’-এর নায়িকা পদ্মিনী কোলাপুরীকে। কিন্তু অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে রাজি না থাকায় রাজের প্রস্তাব ফিরিয়ে দেন পদ্মিনী। অতঃপর পরিচালক গঙ্গার চরিত্রে মন্দাকিনীকে বেছে নেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন পদ্মিনী।
১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘রাম তেরি গঙ্গা ম্যায়লি’র জনপ্রিয়তা আজও তুঙ্গে। রাজীব কাপুর এবং মন্দাকিনীর এক সুন্দর জুটিকে সৃষ্টি করেছিলেন রাজ কাপুর। তবে মন্দাকিনীকে নিয়ে টানা ৪৫ দিন শুটিং করার পরেও রাজ ফের পদ্মিনীর কাছে গঙ্গার চরিত্রে অভিনয়ের প্রস্তাব নিয়ে যান। পদ্মিনী ‘হ্যাঁ’ বললে তিনি আবার শুরু থেকে শুটিং করার জন্য রাজি ছিলেন। তবে সেই সময়ে দাঁড়িয়ে সন্তানকে সর্বসমক্ষে স্তন্যপান করানোর দৃশ্যে রাজি থাকলেও রাজীবের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যের মত সাহসী অভিনয়ে স্বতঃস্ফূর্ত ছিলেন না পদ্মিনী। তাছাড়া ততদিনে অন্য ছবির শুটিংয়ে নিজেকে জড়িয়েও ফেলেছিলেন। অগত্যা দ্বিতীয়বারও খালি হাতে ফিরে যেতে হল রাজ কাপুরকে। শেষ পর্যন্ত মন্দাকিনীকে দিয়েই শেষ হয় এই ছবি যা পরবর্তীকালে ইতিহাস তৈরী করে।
আরও পড়ুন: কলকাতার বুকে ক্যাফে থিয়েটারের অভিনব প্রয়াস
মাত্র ১৫ বছর বয়সে ‘ইনসাফ কা তারাজ়ু’ ছবিতে সেরা পার্শ্বচরিত্রের অভিনেত্রী হিসেবে পুরস্কার পান পদ্মিনী। এরপর ১৯৮২-তে ‘প্রেম রোগ’-এর জন্য জিতে নেন সেরা অভিনেত্রীর শিরোপা। তৎসত্বেও সারাজীবন বেছে-বেছে ছবিতে অভিনয় করেছেন পদ্মিনী। তাই আবারও রাজকে ‘না’ করে দেন।
‘রাম তেরি গঙ্গা ম্যায়লি’ ছাড়াও ‘এক দুজে কে লিয়ে’ ছবিতে রতি অগ্নিহোত্রীর চরিত্র, ‘সিলসিলা’য় রেখার অভিনীত চরিত্র এবং ‘তোহফা’তে শ্রীদেবীর চরিত্রে অভিনয়ের প্রথম প্রস্তাব পান পদ্মিনীই।
বর্তমানে এক ওয়েব সিরিজ়ের শুটিংয়ে ব্যস্ত পদ্মিনী।