মুক্তি পেল ‘জিও জামাই’-এর ট্রেলার ও মিউজ়িক অ্যালবাম

কলকাতা: বারবার তিনবার জামাইয়ের চরিত্রে দেখা যাবে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে। এবারের ছবি পরিচালক নেহাল দত্তর ‘জিও জামাই’। হিরণ ছাড়াও ছবির মুখ্য ভূমিকায় থাকছেন বাংলাদেশের অভিনেত্রী ঈশানী ঘোষ। এছাড়াও রয়েছেন রজতাভ দত্ত, তুলিকা বসু, বিশ্বজিত চক্রবর্তী, সুমিত গঙ্গোপাধ্যায় ও মৌমিতা চট্টোপাধ্যায়। সম্প্রতি শহরে ছবির ট্রেলার ও মিউজ়িক অ্যালবাম প্রকাশের অনুষ্ঠানে হাজির ছিলেন পরিচালকসহ ছবির শিল্পী ও কলাকুশলীরা। 

ছবির কাহিনী আদিত্য ও দিয়াকে নিয়ে। বাবা মায়ের বিচ্ছেদের কারণে আদিত্য বিদেশে তার কাকার কাছে মানুষ হয়। দেশে ফিরে সে বিশাখাপত্তনমে চাকরি পায় জ্যোতিরাণী দেবীর কোম্পানিতে। চাকরি করতে গিয়ে আদিত্যর আলাপ হয় দিয়ার সঙ্গে। দুজনে একসঙ্গে জীবন শুরু করতে চায়। কিন্তু দিয়ার বাবা মায়ের সম্পর্কের কথা জেনে আদিত্য ঠিক করে শুধু জামাই নয়, বরং ছেলে হয়ে তাদের ভেতরের জটিলতাকে সে মেটাতে সক্ষম হবে। আদিত্য তার উদ্দেশ্যে সফল হয় কী না, সেই নিয়েই এগোবে ছবির গল্প। 

আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল

‘জিও জামাই’-এর কাহিনী প্রসঙ্গে নেহাল বললেন, “এটা একদিকে যেমন মজার ছবি, তেমনই গল্পের মধ্যে দিয়ে আমরা একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি। তাই নিছক মজাটাই ছবির উদ্দেশ্য নয়। আদিত্যর চরিত্রটার জন্য আমার প্রথম পছন্দ ছিল হিরণ। ঈশানীও খুব ভালো কাজ করেছে। এছাড়া রজতাভদা, বিশ্বজিতদা, তুলিকাদি, মৌমিতা প্রত্যেকেই তাঁদের সেরাটা দিয়েছেন। সুমিতদাকে সকলে ভিলেন হিসেবেই দেখে অভ্যস্ত। এই ছবিতে সুমিতদার চরিত্রটা একেবারে অন্যরকম।”

ছবির কাহিনী পরিচালকের হলেও চিত্রনাট্য লিখেছেন অম্লান মজুমদার ও সায়ন্তনী পুততুন্ড। 

এর আগে ‘জামাই ৪২০’ ও ‘জামাই বদল’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন হিরণ। “কী করে জানি না আমিই বারবার জামাই হয়ে যাই,” বললেন হিরণ।  “‘জিও জামাই’ নামটা সায়ন্তনীর দেওয়া। অনেকগুলো নামের মধ্যে এটাই পছন্দ হলো আমাদের।”

আরও পড়ুন: তিন মূর্তি ও পায়ের তলায় সরষে

ছবির বিষয় সম্পর্কে হিরণ জানালেন, “এই ছবিতে স্বামী স্ত্রীর ভেঙে যাওয়া সম্পর্ককে জোড়া লাগানোর চেষ্টা করবে তাদের হবু জামাই। এখন তো এটা সারা পৃথিবীর সমস্যা। কীভাবে একটা সম্পর্ককে টিকিয়ে রাখা যায় সেটা নিয়ে বলা হয়েছে ছবিতে। একটা ছেলে যার বিয়ে হতে চলেছে, তার হবু শ্বশুর শাশুড়ির মধ্যেই যদি সুস্থ সম্পর্ক না থাকে তাহলে সে কীভাবে জামাই হয়ে উঠবে, এটা নিয়েই ছবির গল্প। হাসির মোড়কে হলেও একটা স্পষ্ট বার্তা রয়েছে ছবির গল্পে।”

ঈশানী জানালেন, “খুবই ভালো লেগেছে এই ছবিতে কাজ করে। ছবির গল্পে মজার পাশাপাশি একটা সমস্যাকেও তুলে ধরা হয়েছে যা আজকের যুগে ভীষণই প্রাসঙ্গিক।” 

তিনটি গান থাকছে ‘জিও জামাই’। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন দেব সেন।

১০ জানুয়ারি মুক্তি পাবে ‘জিও জামাই’। 

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *