ভয় পাওয়াতে আসছে নতুন মিনি সিরিজ়
RBN Web Desk: মানুষ ভয় পেতে ভালোবাসে। আর সেই ভালোলাগার তাগিদেই ইদানিংকালে মুক্তি পেয়েছে একগুচ্ছ ভয়ের ছবি। বিদেশী হোক কিংবা খাঁটি বাংলা, গল্প যদি ভূতের হয় তাহলে দর্শক দু’ আঙুলের ফাঁক দিয়ে চোখ বড় বড় করে সেই ছবি দেখবেই।
সেই ভয়কে কেন্দ্র করেই এবার একটি মিনি সিরিজ় পরিচালনা করেছেন ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়। এর আগে ইন্দ্রনীল পরিচালিত পাঁচটি স্বল্পদৈর্ঘ্যের ছবি ইতিমধ্যেই পুরস্কারপ্রাপ্ত।
হঠাৎ মিনি সিরিজ়ের পরিকল্পনা মাথায় এল কিভাবে?
“একটু অন্যরকম কিছু করার ইচ্ছা ছিল,” রেডিওবাংলানেট-কে জানালেন ইন্দ্রনীল। “এর আগে ভারতীয় চলচ্চিত্রে মিনি সিরিজ় হয়নি। আমরাই প্রথম। তাই এটা একটা এক্সপেরিমেন্টাল প্রয়াস বলা যেতে পারে।”
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
ইন্দ্রনীলের মিনি সিরিজ়ের নাম ‘ফোর শেডস অফ লিপ’। এই সিরিজ়ে থাকছে চারটি ছোট গল্প, ‘বেস্ট ইভ্ল ক্রিসমাস’, ‘ডুম ডেস্টিনেসন’, ‘মুড়িঘন্ট’ এবং ‘লক্ষ্মী’। ৫ জানুয়ারি থেকে পরপর চারটি রবিবার গল্পগুলি মুক্তি পাবে ইউটিউবে। প্রত্যেকটি পর্বের সময়সীমা পাঁচ মিনিট।
চারটি গল্পই লিখেছেন তুহিন দাশগুপ্ত এবং ইন্দ্রনীল নিজে। ছবির চিত্রগ্রাহকও তুহিন। ইন্দ্রনীলের এই মিনি সিরিজ়ে অভিনয়ে করেছেন গৌতম চক্রবর্তী, সৃজনী মুখোপাধ্যায়, প্রদীপ মাইতি, ঋদ্ধিমান খান, আশীষ পাঠক ও আরও অনেকে।