এবার পালাগানের মঞ্চে বাঙালির চিরচেনা তর্কের আসর
RBN Web Desk: পালাগান ও কবিগান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের সুপ্রাচীন দুই স্তম্ভ। গানের মাধ্যমে গল্প বলার ও তর্ক-বিতর্কে যাওয়ার এক অভিনব পন্থা ছিল এই ধরনের গানের আসর। অন্যদিকে আবার আড্ডা ছাড়া বাঙালি যেন নুন ছাড়া তরকারি। বাঙালি স্থলে-জলে-অন্তরীক্ষে যেখানেই থাকুক, আড্ডা চাই। সে আড্ডা সিনেমা, খেলা, খাওয়া, গান যা খুশি নিয়ে হতে পারে। আড্ডার মেজাজ কখন যে তর্কে গড়িয়ে যায় টের পাওয়ার আগেই আসর জমে যায়। এই আড্ডা, তর্ক আর মজাদার ঝগড়াকে পালাগানের আঙ্গিকে এবার দর্শকদের সামনে হাজির করতে চলেছেন পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য। সিরিজ়ের নাম ‘ঝালাগান পালাগান’। কবির লড়াই আঙ্গিকে, পাঁচ পর্বের এই সিরিজ়ের ট্রেলার সম্প্রতি মুক্তি পেয়েছে। প্রদীপ্তর আগের সিরিজ ‘বিরহী’র টিমকেই অভিনয় করতে দেখা যাবে ‘ঝালাগান পালাগান’-এর মঞ্চে।
কবিগান, তরজা, অর্ধ-আখড়াই এগুলি একসময় পুরোনো কলকাতার সাংস্কৃতিক অভিব্যক্তির কিছু জনপ্রিয় রূপ ছিল। এখনও গ্রাম বাংলায় কবিগানের আসর বসে। তেহট্টে শুট করা এই সিরিজ়ের বেশিরভাগই কবির লড়াই রূপে উপস্থাপিত হলেও সেখানে র্যাপ, হার্ড রক, কীর্তন থেকে শুরু করে আধুনিক বাংলা ও হিন্দি গানও শোনা যাবে।
আরও পড়ুন: বাঙালি ক্রীড়াবিদের বায়োপিকে রণবীর?
এছাড়াও বাংলার কিছু চিরচেনা তর্কের বিষয় আছে। এগুলির কোনও সমাধান হয় না জেনেও বাঙালি বিতর্কে জড়াতে ভালোবাসে। চায়ের দোকান হোক বা অনলাইন, আড্ডার মাধ্যম পাল্টাতে পারে, কিন্তু থেমে যায় না।অর্ধশতকেরও বেশি সময় ধরে এমনই কিছু বিষয় বাঙালির আড্ডায় পাকাপাকিভাবে স্থান করে নিয়েছে, যেমন বাঙাল-ঘটি বা মোহনবাগান-ইস্টবেঙ্গল। কখনও বা উত্তমকুমার বনাম সৌমিত্র চট্টোপাধ্যায়। এই সমস্ত কিছুকেই এক অভিনব কস্টিউম ড্রামা রূপে আনতে চলেছেন প্রদীপ্ত। যেমন মোহনবাগান-ইস্টবেঙ্গল পর্বে অংশগ্রহণকারীরা পরবেন দুই দলের জার্সি। আবার উত্তম-সৌমিত্র পর্বে তাঁদেরই অভিনীত চরিত্রের পোশাকে দেখা যাবে অভিনেতাদের। আর এই তর্ক পুরোটাই হবে গানের মাধ্যমে।
“বাঙালির চিরন্তন আড্ডা আর যেসব পরিস্থিতিতে বাঙালি ঝগড়া করতে ভালোবাসে তার মধ্যে বিভিন্ন জমজমাট বিষয় রয়েছে,” বললেন প্রদীপ্ত। “ঋত্বিক (চক্রবর্তী) আর আমি একটা প্রযোজনা সংস্থা খুলেছি। আমরা ভেবে দেখলাম, গ্রাম্য পালগান বা কবিগানের ছোঁয়া রেখে যদি এরকম একটা অনুষ্ঠান করা যায় একেবারে অন্যরকম একটা প্রচেষ্টা হবে। দর্শকদেরও ভালো লাগবে।”
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
পাঁচটি পর্বে যে সমস্ত বিষয় নিয়ে তর্ক হবে তা হলো শহর বনাম গ্রাম, উত্তম বনাম সৌমিত্র, সরকারি চাকরি বনাম বেসরকারি চাকরি, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ও নারী বনাম পুরুষ। অনুষ্ঠানে ভূমিকার পর সূত্রধর দুই পক্ষের পরিচয় করাবেন। এরপর একে-একে তরজা, খেউর ও সিদ্ধান্ত নামক পর্বের মধ্য দিয়ে এগোবে তর্ক।
প্রদীপ্তর পরিকল্পনায় সমগ্র অনুষ্ঠানের সঙ্গীত পরিচালনা করেছেন সাত্যকি বন্দ্যোপাধ্যায়। গান রচনায় আছেন দীপাংশু আচার্য। অনুষ্ঠান পরিচালনা করেছেন অরুণাভ মিত্র ও নিলয় সমীরণ নন্দী।
আগামীকাল থেকে উরিবাবা এন্টারটেইনমেন্ট চ্যানেলে দেখা যাবে ‘ঝালাপান পালাগান’।