প্রথমবার ওয়েব সিরিজ়ে সৌমিতৃষা, মুক্তি পেল ট্রেলার
কলকাতা: অঘ্রাণ মাস পড়ে যাওয়ার সঙ্গে-সঙ্গে বিয়ের মরসুমও শুরু হয়ে গেছে। গায়ে হলুদ থেকে ফুলশয্যা, বিয়েবাড়ির ব্যস্ততা তো আর কম নয়! এর মধ্যেই বনেদি পরিবার, রায়বর্মণ বাড়িতে বউ হয়ে আসছে দেবী। না, এ বিয়ে সত্যি-সত্যি হচ্ছে না। দেবীর চরিত্রে অভিনয় করছেন সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। তারও এক্ষুণি বিয়ের পিঁড়িতে বসার কোনও ইচ্ছে নেই। এই বিয়ে হতে চলেছে ওয়েবের পর্দায়। অয়ন চক্রবর্তীর পরিচালনায় ‘কালরাত্রি’ (Kaalratri) ওয়েব সিরিজ়ে মূল চরিত্রে দেখা যাবে সৌমিতৃষাকে। এছাড়াও অন্যান্য চরিত্রে থাকছেন অনুজয় চট্টোপাধ্যায় (Anujoy Chattopadhyay), দেবেশ চট্টোপাধ্যায় (Debesh Chatterjee), ইন্দ্রাশিস রায় (Indrasish Roy), রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra), রাজদীপ গুপ্ত (Rajdeep Gupta), সৈরিতি বন্দ্যোপাধ্যায়, সৌনক রায়, সম্পূর্ণা মণ্ডল, দিয়া চক্রবর্তী, কৌশানি মুখোপাধ্যায় ও দীপান্বিতা সরকার। গতকাল মুক্তি পেল সিরিজ়ের ট্রেলার।
কালরাত্রি অর্থাৎ বিয়ের পরের দিন, যেদিন সূর্যাস্তের পর নববিবাহিত স্বামী এবং স্ত্রী একে অন্যের মুখ দেখে না। সেই কালরাত্রির দিনই খুন হয় দেবীর স্বামী রুদ্র রায়বর্মণ। কে খুন করল রুদ্রকে? তদন্ত করতে আসরে নামে ডিএসপি সাত্যকি সান্যাল (অনুজয়)। সন্দেহভাজনের তালিকায় বাড়ির প্রায় সকলেই, এমনকি দেবীও!
আরও পড়ুন: বাংলা ছবি এখন দক্ষিণ কলকাতা-কেন্দ্রিক, মনে করেন পরমব্রত
“এটা আমার অয়নস্যারের সঙ্গে প্রথম কাজ,” বললেন সৌমিতৃষা। “এত সুন্দর একটা গল্প এবং এমন একজন ট্যালেন্টেড পরিচালকের সঙ্গে কাজ করতে পারা দুটোই আমার কাছে খুব বড় অভিজ্ঞতা। এছাড়া এই সিরিজে আমার সহ অভিনেতারা প্রত্যেকে যাকে বলে এক সে বড়কর এক! সিরিজ়টা দেখতে-দেখতে মনে হবে এই ঘটনাগুলো সত্যিই হচ্ছে। সিরিজ শেষে দ্বিতীয় সিজ়নের জন্য অপেক্ষা থাকবেই এটুকু বলতে পারি।”
টিম ‘কালরাত্রি’
বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব দেবেশ এখানে রয়েছেন রায়বর্মণ পরিবারের কর্তা সমরেশের চরিত্রে। তিনি জানালেন, “আমি বহুদিন পর পর্দায় অভিনয় করলাম। অয়ন যে চরিত্রটা আমাকে দিয়েছে সেটায় এতরকম শেড রয়েছে, মনস্তাত্ত্বিক দিক দিয়ে দেখলে এতরকম স্তরের একটা চরিত্র যেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। গল্পটা এবং প্রত্যেকটা চরিত্র যেভাবে চিত্রনাট্যে জায়গা পেয়েছে সেটা আমার ভালো লেগেছিল। আর অয়নের সঙ্গে আমার বোঝাপড়াটাও এত ভালো যে শট দেওয়ার পর ওর চোখ দেখেই আমি বুঝতে পারতাম কাজটা ঠিক হয়েছে কিনা।”
আরও পড়ুন: আবারও কম্পাউন্ডার চরিত্রে অভিষেক
অয়ন জানালেন, “এই বনেদি পরিবার সুপ্রতিষ্ঠিত হলেও প্রতিটি সদস্যের মধ্যে নানা জটিলতা আছে। কতটা রহস্য এখানে সমাধান হচ্ছে সেটা এই সিজ়নে বলা সম্ভব নয়। তবে কিছুটা রহস্য অবশ্যই উন্মোচন হবে, দর্শক নিরাস হবেন না। এই রিল-প্রবণ সময়ে মানুষের ধৈর্যের ওপর আমার খুব একটা ভরসা নেই। তবে এটার এপিসোড সংখ্যা কম এবং টানটান গল্প হওয়ায় মনে হয় দর্শকের ভালোই লাগবে।”
ছয় পর্বের এই সিরিজ় হইচই ডিজিট্যাল মাধ্যমে দেখা যাবে ৬ ডিসেম্বর থেকে।