গুরুদক্ষিণা না ভালোবাসা?
RBN Web Desk: আসছে নতুন ধারাবাহিক ‘পিলু’। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন মেঘা দাঁ ও গৌরব রায়চৌধুরী। মূলত ডান্স বাংলা ডান্সের প্রতিযোগি হিসেবে দর্শকদের কাছে সুপরিচিত মেঘা। নাচের পাশাপাশি এবার অভিনয়েও হাতেখড়ি হলো তাঁর। বহুদিন পর ধারাবাহিকে ফিরলেন গৌরব। সম্প্রতি অস্ত্রোপচার হওয়ায় বেশ কিছুদিন তাঁকে টেলিভিশনের পর্দায় দেখা যায়নি। অন্যান্য চরিত্রে থাকছেন ইধিকা পাল, অঞ্জনা বসু, বিশ্বনাথ বসু, কৌশিক চক্রবর্তী ও অন্যান্যরা।
‘পিলু’র কাহিনী কী নিয়ে?
সংঙ্গীতগুরু আদিত্য নারায়ণের গুরুকূলের সেরা ছাত্র আহির। নিষ্ঠা ও সাধনাকে সঙ্গী করে সে আদিত্যর দেখানো পথে এগিয়ে চলে। আদিত্যর স্ত্রীর ইচ্ছা আহির ও তাদের একমাত্র মেয়ে রঞ্জিনীর চারহাত এক করার। রঞ্জিনী নিজেও একজন সেতার বাদক।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
এদিকে ভাগ্যের ফেরে পুরুলিয়ায় আহিরের সঙ্গে দেখা হয় পিলুর। সে নিজে একজন লোকসঙ্গীত শিল্পী যে বিশ্বাস করে মনে আনন্দ থাকলেই ভালো গান গাওয়া যায়। আহির ও পিলু একে অপরের কাছাকাছি আসে। এহেন পরিস্থিতিতে কী করবে আহির? গুরুদক্ষিণা দিতে রঞ্জিনীর সঙ্গে বাকি জীবন কাটানোর সিদ্ধান্ত নেবে নাকি হাত ধরবে তার ভালোবাসার মানুষের?
‘পিলু’র চিত্রনাট্য লিখেছেন শ্বাশ্বতী ঘোষ। ধারাবাহিকটি পরিচালনা করছেন রাজেন্দ্রপ্রসাদ দাস। ধারাবাহিকের কেন্দ্রে গানের একটি বড় ভূমিকা থাকছে। একদিকে যেমন শাস্ত্রীয় সঙ্গীত রয়েছে, তেমনই থাকবে বাংলার লোকসঙ্গীতও। ধারাবাহিকের সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন উপালী চট্টোপাধ্যায়।
১০ জানুয়ারি থেকে প্রতিদিন সন্ধ্যা ৬.৩০টায় জ়ি বাংলার দেখা যাবে ‘পিলু’।