‘হচপচ’ করতে আসছেন মদন মিত্র
RBN Web Desk: রাজনীতি হোক বা সোশ্যাল মিডিয়া, মদন মিত্র খুবই পরিচিত ও জনপ্রিয় একটি নাম। কামারহাটির দু’বারের বিধায়ক শুধু দুঁদে রাজনীতিবিদই নন, বাস্তব জীবনেও তিনি অত্যন্ত ‘রঙিন’। সেই মদন মিত্রই এবার পা রাখতে চলেছেন বাংলা ছবিতে। জ্যামি বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ‘হচপচ’-এ দেখা যাবে তাঁকে।
কী নিয়ে ‘হচপচ’?
ছবিটি মূলত দুই গায়কের গল্প। তারা নিজেদের টাকায় গানের অ্যালবাম বের করে। কালেভদ্রে এক-আধটা অ্যালবাম বিক্রিও হয়। রোজগারের আশায় এরা বিভিন্ন ভুল জায়গায় অর্থ লগ্নি করে এবং সেই টাকা ভরাডুবিও হয়। এই দুই বয়সে বড়, কিন্তু মনের দিক থেকে শিশু গায়কের কাণ্ডকারখানা নিয়েই ‘হচপচ’ করেছেন জ্যামি।
আরও পড়ুন: নিজেই সরে গেলেন শোলাঙ্কি?
“অতিথি শিল্পি হলেও ছবিতে মদন মিত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ,” রেডিওবাংলানেট-কে বললেন জ্যামি। “ছবির একেবারে শেষে তাঁকে দেখা যাবে। দুই গায়কের একমাত্র হিট গান ‘ও লাভলি’র সূত্রেই এই ছবিতে আসছেন মদন মিত্র।”
ছবিতে কামারহাটির বিধায়ক হিসেবে মদন মিত্রকে নিজ চরিত্রেই দেখা যাবে।
‘হচপচ’-এ মদন মিত্র ছাড়াও রয়েছেন কৌস্তুভ ঘোষ, কার্তিকেয় ত্রিপাঠি, বাসুদেব মুখোপাধ্যায় ও সৌমিত্র চক্রবর্তী। ছবির নায়িকার ভূমিকায় কাকে দেখা যাবে তা এখনও নির্ধারিত হয়নি।