‘আত্মসমর্পণ করলাম’, বলেছিলেন ইরফান

RBN Web Desk: ‘মনে হয় আত্মসমর্পণ করলাম।’ ২০১৮ সালে ক্যানসারে আক্রান্ত হওয়ার পর বলেছিলেন তিনি। দু’বছর ধরে মারণরোগের সঙ্গে অসম লড়াই শেষে সেই আত্মসমর্পণই করতে হলো বর্তমান প্রজন্মের অন্যতম শক্তিশালী অভিনেতা ইরফান খানকে। আজ সকালে মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ইরফানের পরিবারের পক্ষ থেকে মৃত্যু সংবাদ জানিয়ে বলা হয়, তিনি আগাগোড়াই একজন লড়াকু ব্যক্তিত্বের মানুষ ছিলেন। বিরল প্রজাতির ক্যানসারে আক্রান্ত হওয়ার পর থেকে প্রতিটা দিন তিনি লড়াই করে গেছেন এই রোগের সঙ্গে। ‘আমি যেন নতুনভাবে জীবনের স্বাদগ্রহণ করলাম,’ নিজেই এক সময় বলেছিলেন ইরফান। সেই জীবনযুদ্ধেই হার মানলেন অভিনেতা। রেখে গেলেন স্ত্রী সুতপা সিকদার ও দুই সন্তান বাবলি খান ও আয়ান খানকে। 

পরিচালক সুজিত সরকারের ছবি ‘পিকু’তে অভিনয় করেছিলেন ইরফান। ‘প্রিয় বন্ধু ইরফান, তুমি লড়াই করে গেছ ক্রমাগত, আমি তোমার জন্য গর্ববোধ করি। সুতপাকে আমার সহানুভূতি জানাই,’ অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেন সুজিত।  

আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ

অভিনেতা অমিতাভ বচ্চন টুইটে লেখেন, ‘এমন অসামান্য ক্ষমতার অধিকারী, এমন সহৃদয় সহকর্মী, বিশ্ব সিনেমার জগতে এক মনে রাখার মতো নাম বড় তাড়াতাড়ি চলে গেলেন। সিনেমা জগতে এক অপূরণীয় শূণ্যতার সৃষ্টি হলো ইরফানের মৃত্যুতে।’

প্রবীণ পরিচালক সুভাষ ঘাই তাঁর টুইটবার্তায় বলেন, ‘সোনার হৃদয়ের অধিকারী ও অফুরন্ত ট্যালেন্টের ভান্ডার ইরফান চিরকাল অভিনয়ের প্রতিষ্ঠানরূপে স্মরণীয় হয়ে থাকবেন।” 

পরিচালক সঞ্জয় গুপ্ত লিখেছেন, তাঁর কাছে বেদনা প্রকাশের কোনও ভাষা নেই। ‘অনুপ্রেরণা ও বিনোদনের সংমিশ্রণ যে মানুষটি তাঁর চলে যাওয়া শিল্প ও সিনেমা জগতের জন্য এক বিরাট ক্ষতি,” বলেছেন অভিনেতা রণদীপ হুদা। 

আরও পড়ুন: সিনেমার মতোই ছিল যে জীবন

অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য তাঁর টুইট বার্তায় লিখেছেন, ‘এর কোনও মানে হয় না। আমাকে মানে বোঝালেও আমি বুঝব না।’ বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান লিখেছেন, ‘বড় অসময়ে চলে গেলেন স্যার। অসাধারণের চলে যাওয়া আমাদের মতো সাধারণের কাছে তীব্র বেদনার।’

সাধারণ মানুষের মধ্যেও অভিনেতার মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। ১৯৮৮ সালে ‘সালাম বম্বে’ ছবি দিয়ে অভিনয়ের জগতে পা রাখেন ইরফান। দীর্ঘ ৩২ বছর ধরে অজস্র ভালো ছবি উপহার দিয়েছেন তিনি। ব্যতিক্রমী অভিনয়ের জন্য সুপরিচিত ছিলেন ইরফান। ২০১১ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন তিনি। মাত্র ৫৩ বছর বয়সে অভিনেতার এই অকালমৃত্যু মেনে নিতে পারছেন না কেউই।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *