এবার দৌড়ে রুদ্রনীলও
RBN Web Desk: জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল’-এর অন্যতম সম্ভাব্য বিচারক হিসেবে এবার উঠে এল রুদ্রনীল ঘোষের নাম। গত বারো বছর ধরে এই শোয়ের বিচারকের দায়িত্ব পালন করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত এবং শ্রীলেখা মিত্র। তবে ‘মীরাক্কেল’-এর পরবর্তী সিজ়নে থাকছেন না শ্রীলেখা। তাঁরই পরিবর্তে এবার দেখা যেতে পারে রুদ্রনীলকে।
শ্রীলেখার অভিযোগ, আচমকা বিনা নোটিসে না জানিয়ে তাঁকে ‘মীরাক্কেল’ থেকে বাদ দেওয়া হয়েছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। চ্যানেল ও প্রযোজনা সংস্থাকেও একহাত নিয়েছেন শ্রীলেখা। বেশ কিছুদিন আগে বাংলা চলচ্চিত্র জগতে ঘটতে থাকা স্বজনপোষণের ব্যাপারে মুখ খোলেন তিনি। জনসমক্ষে বেশ কয়েকজন নামকরা অভিনেতা, অভিনেত্রী ও প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ আনেন তিনি। শ্রীলেখা দাবি, সেই ‘সত্যি কথা’ বলার কারণেই ‘মীরাক্কেল’ থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে । তাঁকে না জানিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল। এতেই সবচেয়ে বেশি দুঃখ পেয়েছেন তিনি।
আরও পড়ুন: ২২ বছর পর ‘প্রিয় বন্ধু’র নস্ট্যালজিয়া ফেরাতে চলেছেন অঞ্জন
২০০৮ থেকে ‘মীরাক্কেল’-এর সঙ্গে যুক্ত শ্রীলেখা। ২০১৫-তে এই শোয়ের নবম সিজ়ন সম্প্রচারিত হয়। ‘মীরাক্কেল’-এর দশম সিজ়ন আসছে এ বছর।
তবে নতুন বিচারাক হিসেবে যোগ দেওয়ার জন্য রুদ্রনীল ছাড়াও পাওলি দাম, নুসরত জাহান ও স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ। সূত্রের খবর, আপাতত পাওলির দিকেই পাল্লা ভারি, যদিও তিনি এখনও সরকারীভাবে সম্মতি জানাননি।