আসছে অন্তিম পর্ব, জানালেন ইন্দ্রাণী

RBN Web Desk: শেষ হতে চলেছে ‘শ্রীময়ী’। আড়াই বছর ধরে চলার পর অবশেষে জনপ্রিয় এই ধারাবাহিকের যাত্রায় ইতি টানছেন নির্মাতারা। ধারাবাহিকটি শেষ হওবার কথা নিজেই জানিয়েছেন শ্রীময়ীর চরিত্রাভিনেত্রী ইন্দ্রাণী হালদার। ২০১৯-এর জুন মাসে শুরু হয়েছিল ধারাবাহিকটি। আড়াই বছর সফলভাবে চলার পর এই মাসের মাঝামাঝি নাগাদ অন্তিম পর্ব সম্প্রচারিত হবে। 

সংবাদমাধ্যমকে ইন্দ্রাণী জানিয়েছেন যে ধারাবাহিকটির নামভূমিকায় তিনি থাকলেও ‘শ্রীময়ী’র রচয়িতা লীনা গঙ্গোপাধ্যায়ের কৃতিত্ব সবথেকে বেশি। একই সঙ্গে তাঁর সব সহঅভিনেতাকে ধন্যবাদ জানিয়েছেন ইন্দ্রাণী।

আরও পড়ুন: হিট ছবির পরিচালকের পাশে দাঁড়ালেন মিঠুনসহ অন্য তারকারা

গত আড়াই বছর ধরে বহু মানুষ নিয়মিত এই ধারাবাহিক দেখেছেন। শ্রীময়ীর জীবনের নানা ওঠাপড়ার সাক্ষী থেকেছেন তাঁরা। একটানা অনেকদিন ধরে টিআরপি রেটিংয়ে এক নম্বরে থেকেছে ‘শ্রীময়ী’। আবার অনেকে কটাক্ষ করতেও ছাড়েননি। ‘শ্রীময়ী’ কবে শেষ হবে সে প্রশ্নও উঠেছে একাধিকবার। এ সবই ইন্দ্রাণীর জানা। তাঁর মতে ঘর সংসার সামলেও বাইরের জগতে মেয়েদের একটা পরিচয় তৈরি করা দরকার। এ কথা শ্রীময়ীকে দেখেই অনেকে শিখেছেন বলে মনে করেন তিনি। আর কয়েকদিন পরেই শেষ হয়ে যাবে ধারাবাহিকটি। দর্শকদের মতো তিনিও শ্রীময়ীকে মিস করবেন বলে জানিয়েছেন অভিনেত্রী।




লীনার কলমে ‘শ্রীময়ী’ ধারাবাহিকে ইন্দ্রাণী ছাড়াও অভিনয় করেছেন সুদীপ মুখোপাধ্যায়, উষশী চক্রবর্তী, টোটা রায়চৌধুরী, সপ্তর্ষি মৌলিক, চিত্রা সেন, ভরত কল, দেবলীনা দত্ত, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, অম্বরিশ ভট্টাচার্য, মধুরিমা বসাক ও ঐশী ভট্টাচার্য। 

আরও পড়ুন: তিলক কামোদ, ভৈরবীতে অপুকে ফেরালেন বিক্রম

বিভিন্ন সময়ে ‘শ্রীময়ী’র কাহিনী নিয়ে দর্শক মহলে উঠেছে নানা আপত্তি, তৈরি হয়েছে মিম। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে উষশী অভিনীত চরিত্র জুন আন্টিকে নিয়ে তৈরি অজস্র মিম। পরবর্তীকালে রোহিত সেনের (টোটা) আগমনে শ্রীময়ীর জীবনে নানা পরিবর্তন ও পরে তারা বিয়ের সিদ্ধান্ত নিলে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় বয়ে যায়। তবে লীনা নিজে সেই বিতর্কের উত্তরে বলেছিলেন যে তাঁর নিজের কাছে যা যুক্তিগ্রাহ্য তিনি তাই লিখবেন। লেখক কখনওই সমাজ সংস্কারক নন। শ্রীময়ীর জন্য যেটা তাঁর ঠিক মনে হয়েছে তিনি তাই করেছেন। নতুন কোনও পদক্ষেপ নিতে গেলে বাধা আসবেই। সময়ের পরিবর্তনের সঙ্গে সমাজেও অনেক বদল এসেছে। সেই সমস্ত পরিবর্তনকে সামনে রেখেই কাহিনী এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন লীনা।



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *