অস্ত্রোপচার, পায়ে প্লেট বসল প্রিয়াঙ্কার
RBN Web Desk: অস্ত্রোপচার করে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের পায়ে প্লেট বসানো হলো। গতকাল রাতে সৌমিক হালদারের পরিচালনায় ‘দ্য মহাভারত মার্ডারস’ ওয়েব সিরিজ়ের শ্যুটিং চলাকালীন এক মত্ত বাইকচালকের ধাক্কায় গুরুতর আহত হন প্রিয়াঙ্কা ও অভিনেতা অর্জুন চক্রবর্তী। আহত দুই অভিনেতাকে কলকাতার ইস্টার্ন বাইপাসের এক বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর অর্জুনকে চিকিৎসকরা ছেড়ে দিলেও প্রিয়াঙ্কাকে ভর্তি করা হয়।
আজ সকালে প্রিয়াঙ্কার পায়ে অস্ত্রোপচার করা হয়। হাসপাতাল সূত্রের খবর, অভিনেত্রীর পায়ের চোটটি বেশ গুরুতর। তিন মাসের আগে এই হাড় জোড়া লাগা সম্ভব নয়। সম্পূর্ণভাবে ঠিক হতে তারও বেশি সময় লাগবে বলেই মনে করছেন প্রিয়াঙ্কার চিকিৎসক টিম। তাই শ্যুটিং ফ্লোরে তিনি কবে ফিরতে পারবেন, তা এখনই বলা যাচ্ছে না।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
পুলিশ সূত্রের খবর, গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ নিউ টাউনের রাস্তায় শ্যুটিং করছিলেন অর্জুন ও প্রিয়াঙ্কা। হঠাৎই শ্যুটিং কর্ডন ভেঙে সেটের মধ্যে ঢুকে পড়ে এক বেপরোয়া বাইক। সেই বাইক আরোহী সরাসরি সরাসরি ধাক্কা মারেন তাঁদের। পুলিশ সেই মত্ত বাইকচালকের খোঁজ করছে।