আমফান বিধ্বস্তদের পাশে বাংলার একঝাঁক শিল্পী

RBN Web Desk: ‘সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে।’ রবীন্দ্রনাথ ঠাকুরের এই মন্ত্র পাথেয় করে আমফান ঘুর্ণিঝড়ে বিধ্বস্ত পশ্চিমবঙ্গের পাশে দাঁড়াতে চলেছে ভারত, ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের ৩০টি সংস্থা। দুর্গত মানুষদের জন্য ত্রাণ সংগ্রহের লক্ষ্য এক অভিনব অনুষ্ঠানের আয়োজন করেছেন অনাবাসী দুই বঙ্গসন্তান সুরঞ্জন সোম এবং অনি বর্ধন।  

“আমরা সোশ্যাল মিডিয়ায় একটি লাইভ অনুষ্ঠান করতে চলেছি,” রেডিওবাংলানেট-কে জানালেন সুরঞ্জন। “দেশ বিদেশ থেকে মোট ৫০জন শিল্পী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চলেছেন। আমরা নিজেরা কোনও অর্থ সংগ্রহ করছি না। আমাদের মূল উদ্দেশ্য হলো প্রত্যেকে তাঁদের সাধ্যমত নিজেদের বিশ্বাসযোগ্য সংস্থার হাতে কিছু সাহায্য তুলে দিক ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর জন্য।”

আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল

সংগীতশিল্পী থেকে শুরু করে চিত্র পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, আবৃত্তিকার প্রায় সবাই অংশ নিতে চলেছেন এই অনুষ্ঠানে। থাকছেন ঊষা উত্থুপ, অভিজিৎ ভট্টাচার্য, অনিন্দ্য চট্টোপাধ্যায়, অনুপ জালোটা, অপর্ণা সেন, বিদীপ্তা চক্রবর্তী, চৈতালি দাশগুপ্ত, জয় সরকার, কৌশিক সেন, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র, ঋদ্ধি সেন, রাঘব চট্টোপাধ্যায়, রাইমা সেন, রূপঙ্কর বাগচী, রূপম ইসলামের মতো শিল্পীরা।  




তবে একাধিক টাইম জ়োনে থাকা বিভিন্ন শিল্পী একসঙ্গে একই সময় লাইভে আনা কার্যত অসম্ভব। কীভাবে হবে এই অনুষ্ঠান? “কয়েকজন শিল্পীর থেকে রেকর্ডেড ভিডিও আমরা চেয়ে নিয়েছি যেগুলো অনুষ্ঠান চলাকালীন দেখানো হবে,” জানালেন এই অনুষ্ঠানের অন্যতম সঞ্চালক সুরজয় ভৌমিক। সুরজয়ের সঙ্গে পিলু বিদ্যার্থী এবং সঙ্গীতা দত্তও থাকবেন সঞ্চালকের ভূমিকায়।

আগামীকাল ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ছ’টা থেকে স্টে অ্যালাইভ সংস্থার ফেসবুক পেজে শুরু হবে এই অনুষ্ঠানের সম্প্রচার।

অনুষ্ঠানটির ইন্টারনেট রেডিও পার্টনার রেডিওবাংলানেট

বিনোদন জগতের সব খবর পেতে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *