হিট ছবির পরিচালকের পাশে দাঁড়ালেন মিঠুনসহ অন্য তারকারা

RBN Web Desk: তাঁর পরিচালিত ছবি ‘ডিস্কো ডান্সার’ (১৯৮২) রাতারাতি ডান্সিং সুপারস্টারের তকমা লাগিয়ে দেয় সেই সময়ের উঠতি নায়ক মিঠুন চক্রবর্তীর গায়ে। পরিচালক বব্বর সুভাষের পরিচালনায় এর কয়েক বছর পর মিঠুন অভিনয় করেন ‘কসম প্যায়দা করনেওয়ালে কি’ (১৯৮৪), ‘ডান্স ডান্স’ (১৯৮৭) ও ‘কমান্ডো’র (১৯৮৮) মতো ছবিতে। সেই জনপ্রিয় ছবির পরিচালক সুভাষের স্ত্রী তিলোত্তমা (৬৭) গুরুতর অসুস্থ অবস্থায় একমাসের বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি। চিকিৎসার খরচ চালাতে অপারগ সুভাষের মেয়ে শ্বেতা আর্জি রাখেন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের কাছে। মিঠুনসহ সকলেই সাহায্য করেছেন সুভাষকে। 

ফুসফুস এবং কিডনির সমস্যায় বহুদিন ধরেই ভুগছেন তিলোত্তমা। পাঁচ বছর আগে তাঁর কিডনি প্রতিস্থাপনও হয়। সেই সময় সুভাষের পাশে ছিলেন অভিনেতা সলমন খান। তিলোত্তমার চিকিৎসার সমস্ত খরচ তিনি বহন করেছিলেন।

আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি

বর্তমানে আবারও অসুস্থ তিলোত্তমাকে সেপ্টেম্বরে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়। কিন্তু একমাসের ওপর হাসপাতালে থাকার পর বিল গিয়ে দাঁড়ায় ₹৩০ লাখে। এই বিপুল পরিমাণ অর্থ জোগাড় করতে ব্যর্থ সুভাষের পরিবার অবশেষে চিত্রতারকাদের উপর ভরসা রাখেন যাঁরা একসময় তাঁর ছবিতে কাজ করেছেন। শ্বেতার আবেদনে সাড়া দিয়ে মিঠুন ছাড়াও হাত বাড়িয়েছেন অনিল কাপুর, ডিম্পল কাপাডিয়া, ভূষণ কুমার, জুহি চাওলারা। সকলের সহায়তায় ক্রমশ সুস্থ হয়ে উঠছেন তিলোত্তমা।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *