আবারও বাংলা ছবিতে হর্ষ
RBN Web Desk: তিনি বাঙালি নন। বরং তাঁকে বাংলার জামাই বলা যেতে পারে। তবু বাংলা ছবিতে তাঁকে মাঝেমধ্যেই দেখা যায়। এবারে পরিচালক অরিন্দম ভট্টাচার্যের ছবি ‘অন্তর্ধান’-এ অভিনেতা হর্ষ ছায়াকে দেখা যাবে স্থানীয় এক ধনী ব্যক্তির চরিত্রে। ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, মমতা শংকর, রজতাভ দত্ত, সুজন মুখোপাধ্যায়, সুনীতা সেনগুপ্ত ও মোহর চৌধুরী।
অরিন্দমের ছবিতে প্রথমবার কাজ করলেন হর্ষ। “ওর সঙ্গে কথা বলে ভালো লেগেছিল। ছবির প্লটটা খুব ইন্টারেস্টিং। আমার হাতে তখন সময়ও ছিল। তাছাড়া ইন্ডিপেন্ডেন্ট পরিচালকদের কাজের ধরণ অন্যরকম হয়। সেটা করতে আমার ভালো লাগে,” রেডিওবাংলানেট-কে জানালেন হর্ষ।
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
‘অন্তর্ধান’-এর শুটিং হয়েছে শীতকালের কসৌলিতে। “প্রবল ঠাণ্ডায় কাজ করেছি আমরা,” বললেন হর্ষ। “রজতাভ ছিল, ওকে তো আগে থেকেই চিনি। এছাড়া পরমব্রত ছিল। আমার স্ত্রী সুনীতাও রয়েছে, যদিও একই ফ্রেমে আমাদের দেখা যাবে না। ছবিতে আমার চরিত্রটা একজন স্থানীয় ধনী মানুষের, যাকে বলে রিচ স্পয়েল্ট ব্র্যাট। এর বেশি কিছু বলব না কারণ গল্পটা থ্রিলার।”
বাংলা ছবিতে প্রায়ই অভিনয় করে থাকেন তিনি। সেটা কি বাংলার প্রতি বিশেষ কোনও টানের কারণে? “বাংলা ছবিতে অভিনয় করলেও আমি কিন্তু বাঙালি চরিত্র পাই না। কেউ করান না। সব ছবিতেই আমাকে হিন্দি-বাংলা মিশিয়ে কথা বলতে হয়। ২০১৩-তে একটা ছবি করেছিলাম ‘অন্তরাল’ নামে, সেখানে আমার চরিত্রটা বাঙালি ছিল। একটা সময় বহুদিন খড়্গপুরে কাটিয়েছি। তাই কিছুটা বাংলা সেই সময় থেকেই জানি। এরপরে সুনীতাকে বিয়ে করার পরে ও বলেই দিয়েছিল যে সারাক্ষণ বাড়িতে হিন্দি বা ইংরেজিতে কথা বলতে পারবে না, বাংলাতেই বলবে। তাই ওর সঙ্গে বাংলায় কথা বলে আমারও শেখা হয়ে গেছে,” বললেন হর্ষ।
আরও পড়ুন: সিনেমার মতোই ছিল যে জীবন
এর আগে অরিন্দম শীলের ‘হর হর ব্যোমকেশ’ ও ‘ব্যোমকেশ গোত্র’তে অভিনয় করেছিলেন হর্ষ। “ওর সঙ্গে একটা নতুন ছবির কাজ করার কথা ছিল এপ্রিলে,” জানালেন হর্ষ।। “এখন তো লকডাউনের জন্য পুরো ব্যাপারটাই অনিশ্চিত হয়ে গেছে। মার্চ-এপ্রিলের কাজগুলো কবে শুরু হবে জানি না। এছাড়া হিন্দতে একটা ওয়েব সিরিজ়ে কাজ করার কথা আছে। তবে যেভাবে সব কাজ বন্ধ হয়ে গেল তাতে কবে গিয়ে আবার শুটিং করতে পারব কিছুই বলা যাচ্ছে না।”