হাসপাতালে ভর্তি বিশিষ্ট অভিনেতা নির্মল কুমার
RBN Web Desk: শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন বিশিষ্ট অভিনেতা নির্মল কুমার। গতকাল রাতে তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বার্ধক্যজণিত সমস্যার কারণে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। বছর দু-এক আগে বসানো হয়েছিল পেসমেকারও।
অভিনেতার পারিবারিক সূত্রে জানা গিয়েছে যে কয়েকদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। তখনও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল। গতকাল বাড়িতে হঠাৎই জ্ঞান হারানোর পর চিকিৎসকদের পরামর্শে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
হাসপাতাল সূত্রে জানা গেছে অভিনেতার বর্তমান অবস্থা স্থিতিশীল, তবে শীঘ্রই নতুন পেসমেকার বসানো হবে।
দীর্ঘ অভিনয়জীবনে একাধিক জনপ্রিয় বাংলা ছবিতে অভিনয় করেছেন নির্মল কুমার। ‘যেখানে আশ্রয়’, ‘কমললতা’, ‘এক নদীর গল্প’ ছাড়াও তপন সিংহের ‘বৈদূর্য রহস্য’ ও ‘আতঙ্ক’-এ অভিনয় করেছেন তিনি।